Loading AI tools
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ FRS FRSE FRIC FRSC MRIA (লিভারপুল, ২৮ অক্টোবর ১৯১৪ - নরউইচ, ১৮ আগস্ট ১৯৯৪) একজন ব্রিটিশ প্রাণরসায়নবিদ। [1] পার্টিশন ক্রোমাটোগ্রাফি আবিষ্কারের জন্য আর্চার মার্টিনের সাথে ১৯৫২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। [2]
রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৮ আগস্ট ১৯৯৪ ৭৯) | (বয়স
মাতৃশিক্ষায়তন | উইনচেস্টার কলেজ ট্রিনিটি কলেজ, কেমব্রিজ |
পরিচিতির কারণ | ক্রোমাটোগ্রাফি |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৫২) John Price Wetherill Medal (1959) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | John H. Humphrey |
রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ ১৯২৮ সালের ২রা অক্টোবর লিভারপুলের পশ্চিম কিরবিতে জন্মগ্রহণ করেন। তিনি লরেন্স মিলিংটন সিঞ্জ এবং ক্যাথরিন সি সোয়ান এর পুত্র।
সিঞ্জ ওয়েলিংটনের ওল্ড হল, শ্রপশায়ারে এবং উইনচেস্টার কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেন।
১৯৪৩ সালে সিনজে অ্যান ডেভিস স্টিফেনকে (১৯১৬ - ১৯৯৭) বিয়ে করেন। অ্যান স্টিফেন ছিলেন মনোবিজ্ঞানী কারিন স্টিফেন এবং মনোবিজ্ঞানী অ্যাড্রিয়ান স্টিফেনের মেয়ে। অ্যানের বোন জুডিথ ডকুমেন্টারি শিল্পী এবং ফটোগ্রাফার নাইজেল হেন্ডারসনকে বিয়ে করেছিলেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.