রানাঘাট উত্তরপশ্চিম বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রানাঘাট উত্তরপশ্চিম বিধানসভা কেন্দ্রmap

রানাঘাট উত্তর পশ্চিম (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। বীরনগর পৌরসভা

দ্রুত তথ্য রানাঘাট উত্তর পশ্চিম, দেশ ...
রানাঘাট উত্তর পশ্চিম
বিধানসভা কেন্দ্র
Thumb
রানাঘাট উত্তর পশ্চিম
Thumb
রানাঘাট উত্তর পশ্চিম
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১১′০″ উত্তর ৮৮°৩৫′০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদিয়া
কেন্দ্র নং.৮৭
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৩. রানাঘাট
নির্বাচনী বছর২১০,৮৪৪ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৮৭ নং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি রানাঘাট পৌরসভা, তাহেরপুর নিদিষ্ট এলাকা, বীরনগর পৌরসভা এবং রামনগর-১, বারাসাত, কালিনারায়ণপুর-পাহাড়পুর এবং খিস্মা গ্রাম পঞ্চায়েত গুলি রানাঘাট-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং অরবন্দি-১ এবং অরবন্দি-২ গ্রাম পঞ্চায়েত গুলি শান্তিপুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং ফুলিয়া টাউনশিপ এর অন্তর্গত।[]

রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি ১৩ নং রানাঘাট লোকসভা কেন্দ্র (এসসি) এর অন্তর্গত। রানাঘাট পূর্ব এবং পশ্চিম কেন্দ্রটি পূর্বে নবদ্বীপ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১রানাঘাটবিজয়কৃষ্ণ সরকারভারতীয় জাতীয় কংগ্রেস[]
কেশব চন্দ্র মিত্রভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৫৭বিনয় কুমার চ্যাট্টার্জীভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬২গৌড় চন্দ্র কুন্ডুভারতের কমিউনিস্ট পার্টি[]
১৯৬৭রানাঘাট পূর্বনিতাইপদ সরকারভারতের কমিউনিস্ট পার্টি[]
রানাঘাট পশ্চিমবিনয় কুমার চ্যাটার্জীভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৯রানাঘাট পূর্বনিতাইপদ সরকারভারতের কমিউনিস্ট পার্টি[]
রানাঘাট পশ্চিমগৌড় চন্দ্র কুন্ডুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৭১রানাঘাট পূর্বনরেশ চন্দ্র বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
রানাঘাট পশ্চিমগৌড় চন্দ্র কুন্ডুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৭২রানাঘাট পূর্বনিতাইপদ সরকারভারতের কমিউনিস্ট পার্টি[]
রানাঘাট পশ্চিমনরেশ চন্দ্র চাকিভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭৭রানাঘাট পূর্বসতীশ চন্দ্র বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
রানাঘাট পশ্চিমগৌড় চন্দ্র কুন্ডুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
১৯৮২রানাঘাট পূর্বসতীশ চন্দ্র বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১০]
রানাঘাট পশ্চিমগৌড় চন্দ্র কুন্ডুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১০]
১৯৮৭রানাঘাট পূর্ববিনয় কৃষ্ণ বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১১]
রানাঘাট পশ্চিমগৌড় চন্দ্র কুন্ডুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১১]
১৯৯১রানাঘাট পূর্ববিনয় কৃষ্ণ বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১২]
রানাঘাট পশ্চিমসুভাষ বসুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২]
১৯৯৬রানাঘাট পূর্ববিনয় কৃষ্ণ বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৩]
রানাঘাট পশ্চিমশঙ্কর সিংহভারতীয় জাতীয় কংগ্রেস [১৩]
২০০১রানাঘাট পূর্বঅসীম বালাভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৪]
রানাঘাট পশ্চিমশঙ্কর সিংহভারতীয় জাতীয় কংগ্রেস [১৪]
২০০৬রানাঘাট পূর্বদেবেন্দ্রনাথ বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৫]
রানাঘাট পশ্চিমঅলোক কুমার দাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫]
২০১১রানাঘাট উত্তর পশ্চিমপার্থসারথি চ্যাটার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬]
বন্ধ

নির্বাচনী ফলাফল

সারাংশ
প্রসঙ্গ

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের পার্থসারথি চ্যাটার্জী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর মীনা ভট্টাচার্যকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্র[১৬][১৭]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল পার্থসারথি চ্যাটার্জী ১,০১,৩৯৫ ৫৪.৪১ +৭.৮৮#
সিপিআই(এম) মীনা ভট্টাচার্য ৭৪,০৫১ ৩৯.৭৪ -১০.৫৯#
বিজেপি মেঘলাল কর্মকার ৬,৭৬৯ ৩.৬৩
বিএসপি সুলতা রায় (প্রামাণিক) ৪,১২২ ২.২১
ভোটার উপস্থিতি ১,৮৬,৩৩৭ ৮৮.৩৮
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং +১৮.৪৭#
বন্ধ

১৯৭৭-২০০৬

২০০৬ সাল পর্যন্ত, রানাঘাট দুইটি বিধানসভা কেন্দ্র ছিল রানাঘাট পূর্ব এবং রানাঘাট পশ্চিম। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে।

রানাঘাট পূর্ব

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[১৫] সিপিআই (এম) -এর দেবেন্দ্রনাথ বিশ্বাস রানাঘাট পূর্ব (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নীলিমা নাগ (মল্লিক)কে পরাজিত করেন। ২০০১ সালে সিপিআই (এম) -এর অসীম বালা তৃণমূল কংগ্রেসের ডা: রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরাজিত করেন।[১৪] সিপিআই (এম) -এর বিনয় কৃষ্ণ বিশ্বাস ১৯৯৬[১৩] এবং ১৯৯১ সালে[১২] কংগ্রেসের অখিল কুমার মজুমদারকে পরাজিত করেন এবং ১৯৮৭ সালে কংগ্রেসের ডা: রমেন্দ্রনাথ বিশ্বাস পরাজিত করেন।[১১] ১৯৮২ সালে সিপিআই (এম) সতীশ চন্দ্র বিশ্বাস নির্দলের নিতাইপদ সরকারকে পরাজিত করেন।[১০] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের সুশীল কুমার রায়কে পরাজিত করেন।[][১৮]

রানাঘাট পশ্চিম

২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে,[১৫] সিপিআই (এম) -এর অলোক কুমার দাস রানাঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শঙ্কর সিংহকে পরাজিত করেন। কংগ্রেসের শঙ্কর সিংহ ২০০১ সালে জ্যোতির্ময়ী সিকদারকে[১৪] এবং ১৯৯৬ সালে সিপিআই (এম) -এর সৌরেন্দ্র নাথ নাগকে পরাজিত করেন।[১৩] সিপিআই (এম) -এর সুভাষ বসু ১৯৯১ সালে কংগ্রেসের নরেশচন্দ্র চাকীকে পরাজিত করেন।[১২] সিপিআই (এম) এর গৌড়চন্দ্র কুন্ডু ১৯৮৭ সালে কংগ্রেসের শরদিন্দু বিশ্বাসকে,[১১] ১৯৮২ সালে কংগ্রেসের বিনয় চ্যাটার্জীকে[১০] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের নরেশচন্দ্র চাকীকে পরাজিত করেন।[][১৯]

১৯৬৭-১৯৭২

রানাঘাট পূর্ব

সিপিআই'র নিতাইপদ সরকার ১৯৭২ সালে জয়ী হন।[] সিপিআই (এম) -এর নরেশচন্দ্র বিশ্বাস ১৯৭১ সালে জয়ী হন।[] ১৯৬৯[] এবং ১৯৬৭ সালে সিপিআইয়ের নিতাইপদ সরকার জয়ী হন।[]

রানাঘাট পশ্চিম

কংগ্রেসের নরেশচন্দ্র চাকী ১৯৭২ সালে জয়ী হন।[] ১৯৭১[] এবং ১৯৬৯ সালে[] সিপিআই (এম) গৌড় চন্দ্র কুন্ডু জয়ী হন। কংগ্রেসের বিনয় কুমার চ্যাটার্জী ১৯৬৭ সালে জয়ী হন।[]

১৯৫১-১৯৬২ রানাঘাট

১৯৬২ এবং ১৯৫৭ সালে রানাঘাট একক আসন ছিল। সিপিআই এর গৌড় চন্দ্র কুণ্ডু ১৯৬২ সালে জয়ী হন।[] কংগ্রেসের বিনয় কুমার চ্যাটার্জী ১৯৫৭ সালে জয়ী হন।[] স্বাধীন ভারতের প্রথম নির্বাচন, ১৯৫১ সালে রানাঘাট একটি যৌথ আসন ছিল। কংগ্রেস বিজয় কৃষ্ণ সরকার এবং কেশবচন্দ্র মিত্র উভয়েই রানাঘাট কেন্দ্র থেকে জয়লাভ করেন।[]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.