শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রাজ্য সড়ক ১৩ (পশ্চিমবঙ্গ)
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রাজ্য সড়ক ১৩ (এসএইচ ১৩) ভারতের পশ্চিমবঙ্গের একটি রাজ্য সড়ক।
পথ
২০১০ সালে ভারত সরকারের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, জাতীয় সড়ক ১১৪ (এনএইচ ১১৪) বীরভূম জেলার মল্লারপুরে জাতীয় সড়ক ১৪ (এনএইচ ১৪) থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে জাতীয় সড়ক ১৯ (এনএইচ ১৯) পর্যন্ত বিস্তৃত।[১] পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) অনুসারে, এসএইচ ১৩ পালসিট থেকে ডানকুনি পর্যন্ত বিস্তৃত।[২] পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের মতে, এসএইচ ১৩ মল্লারপুর থেকে ডানকুনি পর্যন্ত বিস্তৃত।[৩] এখানে পালসিট থেকে ডানকুনি পর্যন্ত এসএইচ ১৩-এর পথ বিবেচনা করা হয়েছে। মল্লারপুর থেকে পালসিট অংশের জন্য জাতীয় সড়ক ১১৪ দেখুন।
এসএইচ ১৩ পূর্ব বর্ধমান জেলার পালসিটে এনএইচ ১৯ থেকে উৎপন্ন হয় এবং রসুলপুর, মেমারী, বৈঁচি, পাণ্ডুয়া, মগরা, সপ্তগ্রাম, সুগন্ধা এবং বৈদ্যবাটী হয়ে ডানকুনিতে এনএইচ ১৯, এনএইচ ১২ ও এসএইচ ১৫-এর সঙ্গে মিলিত হয়।
এসএইচ ১৩-এর মোট দৈর্ঘ্য ৮২.৬১ কিলোমিটার (৫১.৩৩ মাইল)।[২]
এসএইচ ১৩ দ্বারা অতিক্রম করা জেলাগুলি হল:[২]
- পূর্ব বর্ধমান জেলা (০–১৬.৩৪ কিলোমিটার অথবা ০.০০–১০.১৫ মাইল)
- হুগলি জেলা (১৬.৩৪–৮২.৬১ কিলোমিটার অথবা ১০.১৫–৫১.৩৩ মাইল)
Remove ads
সড়ক বিভাগ
এটি তিনটি সড়ক বিভাগে বিভক্ত: [২][৪][৫]
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads