Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাজীব গান্ধী স্টেডিয়াম এটি ভারতের মিজোরামের আইজলে, সালেম ভেং-এ, মুয়ালপুইতে অবস্থিত একটি অ্যাথলেটিক স্টেডিয়াম।[1][2] এটি প্রধানত ফুটবল এবং অ্যাথলেটিক গেমস এর জন্য ব্যবহৃত হয়। এই স্টেডিয়ামটি ভারতের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে নামকরণ করা হয়েছে এবং বর্তমানে এটি আই-লিগের দল আইজল এফসির ভেন্যু স্টেডিয়াম।[3][4] স্টেডিয়ামটি মিজোরাম প্রিমিয়ার লিগের ক্লাবগুলিও ব্যবহার করে।[5][6]
অবস্থান | সালেম ভেং, আইজল, মিজোরাম, ভারত |
---|---|
স্থানাঙ্ক | ২৩.৭১৪২৮১° উত্তর ৯২.৭৩৫৩৯১° পূর্ব |
ধারণক্ষমতা | ২০,০০০ |
আয়তন | ১০৫.০ মি X ৬৮.০ মি |
উপরিভাগ | অ্যাস্ট্রোটার্ফ |
ভাড়াটে | |
মিজোরাম ফুটবল দল আইজল এফসি মিজোরাম প্রিমিয়ার লিগ ক্লাবসমূহ |
স্টেডিয়ামটি একটি দ্বি-স্তর বিশিষ্ট স্টেডিয়াম। নির্মাণাধীন স্টেডিয়ামটিতে ২০,০০০ দর্শকের আসন ক্ষমতা থাকবে।[7] স্টেডিয়ামটি আই লিগের দল আইজল এফসির হোম ম্যাচগুলির জন্য হোম ভেন্যু হিসাবে ব্যবহৃত হয়।[8]
রাজীব গান্ধী স্টেডিয়াম, সালেম ভেং, মুয়ালপুই, আইজলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনিয়া গান্ধী[9] ২০১০ সালের ৬ মার্চ মিজোরামের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পু লালথানহাওলা।[10] এই কমপ্লেক্সটি ২০১২ সালের ২৬তম উত্তর-পূর্ব গেমসের ভেন্যু ছিল।[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.