Remove ads
বান্দরবান জেলার অন্তর্গত বান্দরবান সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাজবিলা বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত বান্দরবান সদর উপজেলার একটি ইউনিয়ন।
রাজবিলা | |
---|---|
ইউনিয়ন | |
১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রাজবিলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২০′৫৭″ উত্তর ৯২°৯′৫৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | বান্দরবান সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ক্যঅং প্রু মার্মা |
আয়তন | |
• মোট | ১০১.৮১ বর্গকিমি (৩৯.৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,১২৩ |
• জনঘনত্ব | ৯০/বর্গকিমি (২৩০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
রাজবিলা ইউনিয়নের আয়তন ২৫,১৫৮ একর (১০১.৮১ বর্গ কিলোমিটার)।[১]
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৬,৪০০জন। এর মধ্যে ৪,৪২১জন বৌদ্ধ, ১,৮২৫জন মুসলিম, ১১৭জন খ্রিস্টান, ৩৭জন হিন্দু। [২]
বান্দরবান সদর উপজেলার সর্ব-উত্তরে রাজবিলা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন; দক্ষিণে বান্দরবান পৌরসভা ও কুহালং ইউনিয়ন; পশ্চিমে কুহালং ইউনিয়ন ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন এবং উত্তরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন, গাইন্দ্যা ইউনিয়ন ও ঘিলাছড়ি ইউনিয়ন অবস্থিত।
১৯৮৪ সালে তৎকালীন বৃহত্তর বান্দরবান সদর ইউনিয়ন থেকে ৩১৯নং রাজবিলা মৌজা নিয়ে রাজবিলা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।[৩]
রাজবিলা ইউনিয়ন বান্দরবান সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৪]
ওয়ার্ড নং | গ্রাম/পাড়ার নাম |
---|---|
১নং ওয়ার্ড | উদালবনিয়া উপরপাড়া, রাজবিলা মালকুওয়ারপাড়া, উদালবনিয়া হেডম্যানপাড়া, উদালবনিয়া রেনিদংপাড়া, উদালবনিয়া লিচুবাগান, উদালবনিয়া ক্যাংদং পাড়া, উদালবনিয়া রমতিয়া নয়াপাড়া, উদালবনিয়া ইংরাদংপাড়া, উদালবনিয়া রমতিয়াপাড়া |
২নং ওয়ার্ড | উদালবনিয়া কমছড়িপাড়া, মশাবনিয়াপাড়া, উদালবনিয়া নয়াপাড়া, কমদংপাড়া, থংজমাপাড়া, কেংড়াছড়িপাড়া, থাইংক্ষ্যংগ্রীপাড়া |
৩নং ওয়ার্ড | বালুমুরাপাড়া, ইসলামপুরপাড়া, পাথরবনপাড়া, ঝংকাপাড়া |
৪নং ওয়ার্ড | রাজবিলা মুসলিমপাড়া, রাজবিলা নিচেরপাড়া, রাজবিলা উপরপাড়া, রাজবিলা তঞ্চঙ্গ্যাপাড়া |
৫নং ওয়ার্ড | মেগ্যা কারবারীপাড়া, তাইংখালী নিচেরপাড়া, তাইংখালী উপরপাড়া, রেনীপাড়া, রাবার বাগানপাড়া, মেওয়াপাড়া, বুড়িপাড়া, সাক্রেদংপাড়া |
৬নং ওয়ার্ড | থাংকুরীপাড়া, রোয়াজাপাড়া, হাপিগ্যপাড়া, চুশকপাড়া, মরুংক্ষ্যংপাড়া, থাংলুংপাড়া, মনজয় ক্যশৈঅংপাড়া, মনজয় হেডম্যানপাড়া |
৭নং ওয়ার্ড | ক্রাইক্ষ্যং চাকমাপাড়া, খামাদং উপরপাড়া, খামাদং নিচেরপাড়া, জামছড়ি ভিতরপাড়া, জামছড়ি ক্যাংবাপাড়া, জামছড়ি মধ্যমপাড়া, জামছড়িমুখপাড়া |
৮নং ওয়ার্ড | বাঘমারা বাজারপাড়া, বাঘমারা হেডম্যানপাড়া, চিংক্যউ কারবারীপাড়া, রাজেন্দ্রপাড়া, গলাচিপাপাড়া, ওয়াব্রাইংপাড়া |
৯নং ওয়ার্ড | মরুংক্ষ্যংমুখপাড়া, সুনীল মোহন কারবারীপাড়া, শিক্ষা কারবারীপাড়া, যোগেশ কারবারীপাড়া, বাঘমারা হিন্দুপাড়া, বাঘমারা বড়ুয়াপাড়া |
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রাজবিলা ইউনিয়নের সাক্ষরতার হার ২৯%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
রাজবিলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-চন্দ্রঘোনা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
রাজবিলা ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বাঘমারা বাজার।
[৭]তাছাড়া তাইংখালি পাড়ায় একটি ছোট হাট আছে, যেটা প্রত্যেক রবিবার হলে বসে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.