Loading AI tools
ভারতীয় স্বায়ত্ত্বশাসিত প্রদেশ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাজগড় রাজ্য [১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাল এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[২] রাজ্যটির রাজধানী রাজগড় শহরটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে রাজগড় জেলায় অবস্থিত।
রাজগড় রাজ্য राजगढ़ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||||
খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী–১৯৪৮ | |||||||||
পতাকা | |||||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত রাজগড় রাজ্যের মানচিত্র | |||||||||
রাজধানী | রাজগড় | ||||||||
আয়তন | |||||||||
• ১৯৩১ | ২,৪৩৫ বর্গকিলোমিটার (৯৪০ বর্গমাইল) | ||||||||
জনসংখ্যা | |||||||||
• ১৯৩১ | ১৩৪,৮৯১ | ||||||||
ইতিহাস | |||||||||
• প্রতিষ্ঠিত | খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী | ||||||||
১৯৪৮ | |||||||||
|
রাজগড় রাজ্যটি ২,৪৯২ বর্গ কিলোমিটার (৯৪০ বর্গ মাইল) ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির জনসংখ্যা ছিলো ৮৮,৩৭৬ জন৷ ১৯১১ খ্রিস্টাব্দের রেকর্ড অনুসারে রাজ্যটির রাজস্বের পরিমাণ ছিলো ৩৩,০০০ ভারতীয় মুদ্রা, যার মধ্যে ৩,৬৪০ যেত গোয়ালিয়রের সিন্ধিয়ার নিকট৷ ১৯০১ খ্রিস্টাব্দে এটির রাজস্বের পরিমাণ ছিলো সর্বাধিক, প্রায় ৪৫০,০০০ ভারতীয় মুদ্রা এবং ঐ এককে রাজ নির্বাহীবাবদ প্রাপ্তি ছিলো ১৪০,০০০৷ মূল উৎপাদিত খাদ্যের মধ্যে পণ্য ছিলো দানাশস্য ও পেঁয়াজ৷ [৩][৪]
রাজগড় নরসিংহগড় অঞ্চলে পূর্বে ঊমাতওয়াড়া নামে একটি রাজ্য ছিলো এবং এই রাজ্যটির শাসক ১৪৪৮ খ্রিস্টাব্দে রাউত উপাধি গ্রহণ করেন, যা বংশ পরম্পরায় অবর্তিত হতে থাকে৷[তথ্যসূত্র প্রয়োজন]
১৬৮১ খ্রিস্টাব্দে ঊমাতওয়াড়া রাজ্য রাউত ছত্তর সিঙের সময়ে রাজগড় ও নরসিংহগড় নামে দুই রাজ্যে বিভক্ত হয়ে যায় তার দুই পুত্রের মধ্যে৷ রাউত মোহন সিং পান নরসিংহগড় রাজ্য এবং রাউত পরাশ্রমজী পান রাজগড় রাজ্য৷ রাউতের কন্যা মৃণালিনী দেবী হিমালয়ে পলায়ন করেন এবং তার নতুন রাজ-আসনের নামকরণ করেন রাজগড়, বর্তমানে এটি হিমাচল প্রদেশে অবস্থিত৷ [তথ্যসূত্র প্রয়োজন]
১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই রাজগড় রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৪৮ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।[৫]
১৮৭২ খ্রিস্টাব্দ অবধি রাজগড় দেশীয় রাজ্যের শাসক রাউত উপাধিতে ভূষিত হতেন৷ পরে একজন রাউত ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি নবাব আখ্যা পান৷ ১৮৮০ থেকে রাউত উপাধি পুনরায় ফেরত আসে ও ১৮৮৬ খ্রিস্টাব্দ থেকে শাসকগণ রাজা উপাধি পান৷[তথ্যসূত্র প্রয়োজন]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.