Remove ads

রকিবুল হাসান (জন্ম: ৮ অক্টোবর, ১৯৮৭) হলেন একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন এবং ২০০৭ সালের মার্চে বরিশাল বিভাগ বনাম সিলেট বিভাগের মধ্যে চলাকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগীতায় প্রথম কোন বাংলাদেশী হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন।[১] এছাড়াও তার উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ফেব্রুয়ারি, ২০০৫ সালে "বাংলাদেশ এ" দলের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম-শ্রেণীর ক্রিকেট অভিষেক খেলায় শতক অর্জন করার গৌরব।[২]

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
রকিবুল হাসান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মাদ রকিবুল হাসান
জন্ম (1987-10-08) ৮ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৭)
জামালপুর, ঢাকা, বাংলাদেশ
ডাকনামনয়ন
উচ্চতা ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি লেগব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৫৪)
২৬ নভেম্বর ২০০৮ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২ নভেম্বর ২০১১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮৮)
৯ মার্চ ২০০৮ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই১১ এপ্রিল ২০১১ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪–২০১১বরিশাল বিভাগ
২০১১–বর্তমানঢাকা বিভাগ
২০১২–বর্তমানঢাকা গ্ল্যাডিয়েটরস
২০২০–বর্তমানমিনিস্টার গ্রুপ রাজশাহী
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫৫ ৫০ ১১৭
রানের সংখ্যা ৩৩৬ ১,৩০৮ ২,৬৫৬ ৩,৩৩৯
ব্যাটিং গড় ১৯.৭৬ ২৭.৮২ ৩১.৬১ ৩৪.০৭
১০০/৫০ ০/১ ০/৮ ৪/১২ ৩/২৩
সর্বোচ্চ রান ৬৫ ৮৯ ৩১৩* ১৩৩
বল করেছে ৪২ ৩৯৫ ৪২
উইকেট
বোলিং গড় ১৭.০০ ৪৫.১৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/০ ১/০ ০/২
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/– ১৮/– ৩৭/– ৩৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৯ মে ২০১৭
বন্ধ
Remove ads

খেলোয়াড়ী জীবন

রকিবুল হাসান ২০০৮ সালের ৯ মার্চ তারিখে চট্রগ্রামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে আত্মপ্রকাশ করেন। উক্ত খেলায় তিনি ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রান করেন। দ্বিতীয় ম্যাচে তিনি একই দলের বিরুদ্ধে ৬৩ রান করেন।[৩] এরপর তিনি ২০০৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি অর্ধশতক করতে সামর্থ্য হন। রাকিবুল হাসানের ১৪টি ওডিআই ব্যাটিং এভারেজ ৩০.৬১।[৪]

২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার টেস্ট ক্রিকেট অভিষেক ঘটে।

১০ মার্চ ২০১০ তারিখে আকষ্মিকভাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। যদিও তিনি বাংলাদেশ টেষ্ট স্কোয়াডে তার নাম ছিল। রকিবুলের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড বিরুদ্ধে স্কোয়াডে নাম না থাকার প্রতিবাদে এবং বাংলাদেশের স্কোয়াড ২০১০ সালের আইসিসি বিশ্বকাপ টি-২০ নাম না থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।[৫][৬] এক সপ্তাহ পরে, রকিবুল তার সিন্ধান্ত বদলান কিন্তু তার কন্ট্রাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সাথে সীমাবদ্ধ করেন।[৭]

২০২০-এর নভেম্বরে, ২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ প্রতিযোগিতা শুরুর পূর্বে ১২ নভেম্বর অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে মিনিস্টার গ্রুপ রাজশাহী তাকে কিনে নেয়।[৮]

Remove ads

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads