Loading AI tools
বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রফিকুল ইসলাম মিয়া হচ্ছেন একজন বাংলাদেশী ব্যারিস্টার ও রাজনীতিবিদ।[1] তিনি ১৯৯১-১৯৯৬ সালে প্রথম খালেদা জিয়া মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। [2]
রফিকুল ইসলাম মিয়া | |
---|---|
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯১ – ১৯৯৬ | |
কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – জুন ১৯৯৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৩ মুরাদনগর, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | শাহিদা রফিক |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
রফিকুল ইসলাম মিয়া ১৯৪৩ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী শাহিদা রফিক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।[3] এর পর তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[4]
২০০৭ সালের সেপ্টেম্বরে বেগম খালেদা জিয়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হলে মিয়া আইনজীবী হিসেবে তার পক্ষে লড়েন।[5]
২০০১ সালে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তার সম্পদ বিবরণ জমা দেওয়ার জন্য মিয়াকে নোটিশ পাঠায়। [6] নোটিশ অনুযায়ী বিবরণ দিতে ব্যর্থ হলে, ২০০৪ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। [7] ২০১৮ সালের ১৯ নভেম্বরে তাকে তিন বছরের কারাদন্ড দেওয়া হয় এবং একই দিনে তার ইস্কাটনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। [8] ২৬ নভেম্বর, তিনি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। [9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.