Loading AI tools
বিভাগীয় সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রংপুর সরকারি কলেজ, রংপুর বাংলাদেশের রংপুর শহরের একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি শহরের কেন্দ্রস্থল রাধাবল্লভ এলাকায় অবস্থিত এবং ২৫ জুলাই, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।[২][৩] বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স, ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ৭টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে।[৪] ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ১১,৩৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[৫][৬]
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ |
---|---|
স্থাপিত | ২৫ জুলাই ১৯৬৩ |
অধিভুক্তি | রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৬৩-১৯৯২) জাতীয় বিশ্ববিদ্যালয় (১৯৯৩ - বর্তমান) দিনাজপুর শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১২৭৪৮৪ |
অধ্যক্ষ | শামিমা আখতার[১] |
উপাধ্যক্ষ | ফিরোজুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭১ |
শিক্ষার্থী | ১১,৩৭৫ |
স্নাতক | ৮২২০ |
স্নাতকোত্তর | ৪৫৫ |
অন্যান্য শিক্ষার্থী | ২৭০০ |
ঠিকানা | রাধাবল্লভ, রংপুর সদর , , ৫৪০৪ , |
শিক্ষাঙ্গন | শহুরে, ৫.২৬ একর (২.১৩ হেক্টর) |
ভাষা | বাংলা |
সংক্ষিপ্ত নাম | আরজিসি (রসক) |
ওয়েবসাইট | www |
১৯৬৩ সালের ১ জানুয়ারি রংপুরের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ সরকারি করায় শিক্ষার্থীদের আসন সংখ্যা সীমিত হয়ে যায়। এ সময় এলাকায় আর কোনো কলেজ না থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়ে। শিক্ষার্থীদের চাহিদার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং অধ্যাপক এমাজ উদ্দিনের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য) আন্তরিক প্রচেষ্টায় অধ্যাপক ফুলায় হোসেন, ডিসি ও. এম. কর্নি, এডিসি আবদুস সাত্তার, জেলা শিক্ষা কর্মকর্তা তাহমেদুর রহমান (টি রহমান), অ্যাডভোকেট আবুল খান, আমিন হোসেন, আবু সালেক, আবুল হোসেন, মঈন উদ্দিন সরকার এমপি এবং আরও অনেক বিত্তশালী ব্যক্তি অর্থ ও জমি দান করেন। তাছাড়া এলাকার অনেকেই অর্থ ও জমি দান করে এগিয়ে আসেন। এরপর, ১৯৬৩ সালের ২৫ জুলাই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রফেসর এমাজউদ্দিন আহমদকে অধ্যক্ষ ও প্রফেসর ফুলে হোসেনকে উপাধ্যক্ষ করে নৈশ্য কলেজ হিসেবে কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে এবং ডে কলেজ হিসেবে রাম বাবুর জমিদার বাড়িতে (কালিধাম) কলেজটির যাত্রা শুরু হয়।[৪]
কলেজটির যাত্রা লগ্ন থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। প্রথম দিকে আই.এ. ক্লাশ খোলার অনুমতি দিলেও কলেজটির শিক্ষার মানের উপর ভিত্তি করে ১৯৬৫ সালে বি.এ. ক্লাশ খোলার অনুমতি দেয়। ১৯৬৭ সালে কলেজটিকে নিজস্ব ভবনে স্থানান্তরিত করা হয়। ডে কলেজ হিসেবে চালু থাকা কালিধামের জমিদার বাড়িটি ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতে থাকে। ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি.এস-সি. খোলার অনুমতি দেয়। ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি জাতীয়করণ করা হয়। এই কলেজটি সরকারি হয়ে গেলে পূর্বের তুলনায় ছাত্র-ছাত্রী প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ১৯৯৩ সালে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স চালুর অনুমতি দেয়।[৯]
রংপুর সরকারি কলেজের মোট জমির পরিমাণ ৫.২৬ একর, যা রংপুর স্টেডিয়ামের পাশে অবস্থিত। কলেজে ৪টি ভবনে মোট ৩৫টি কক্ষ রয়েছে, যার মধ্যে ২৩টি শ্রেণীকক্ষ। কলেজের ২টি হোস্টেল আছে। ছাত্রী হোস্টেলে ১০০ সিট রয়েছে এবং ছাত্র হোস্টেলটি পরিত্যক্ত।[৮]
বর্তমানে কলেজটিতে এইচএসসি, ডিগ্রি পাস কোর্স এবং ১২ টি বিষয়ে স্নাতক কোর্স চালু রয়েছে। এ কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী (পাস) এবং বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্র বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে স্নাতক কোর্স চালু আছে।[১০]
২০২৪ সালের তথ্য অনুযায়ী উচ্চ মাধ্যমিকে ২৭০০ জন, স্নাতক (পাশ) কোর্সে ৩৩৪৫ জন, স্নাতক (সম্মান) কোর্সে ৪৮৭৫ জন, স্নাতকোত্তর কোর্সে ৪৫৫ জন মিলে মোট ১১,৩৭৫ শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[১১]
২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৮৯৮০ জন, পাস করেছে ১৭৬৯৫ জন, ফেল করেছে ১২৮৫ জন, এ+ পেয়েছে ৫৯৮৫ জন, শতকরা পাস করেছে ৯৩.২৩%, শতকরা এ+ পেয়েছে ৩১.৫৩ %।[১৪]
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, রংপুর সরকারি কলেজ জাতীয় পর্যায়ে ৩২তম, দিনাজপুর বোর্ডে ২য় তম, রংপুর বিভাগে ২য় তম এবং রংপুর জেলায় ২য় তম স্থানে রয়েছে।[১৪]
২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিংয়ে রংপুর অঞ্চলের সেরা দশটি কলেজের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।[১৫][১৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.