Remove ads

যোগিতা বালি (জন্ম: ১৩ আগস্ট ১৯৫২) একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী, যিনি বলিউডে কাজ করতেন। তিনি ১৯৭০-এর দশকের শেষের দিকে এবং ১৯৮০-এর দশকে সক্রিয় ছিলেন।[1]

দ্রুত তথ্য যোগিতা বালি, জন্ম ...
যোগিতা বালি
Thumb
২০১১ সালে যোগিতা বালি
জন্ম (1952-08-13) ১৩ আগস্ট ১৯৫২ (বয়স ৭২)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭১–১৯৮৯
দাম্পত্য সঙ্গী
সন্তান৪, মহাক্ষয় চক্রবর্তী সহ
বন্ধ

জীবনী

যোগিতা বালি ১৯৫২ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন।[2] তিনি অভিনেত্রী গীতা বালির ভাগ্নি।[3]

তিনি ১৯৭৬ সালে কিশোর কুমারকে বিয়ে করেন। ১৯৭৮ সালে কিশোরের সাথে তার বিচ্ছেদ হয়। তারপর তিনি ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন।[4] মিঠুন ও যোগিতা দম্পতির ৪ জন ছেলে-মেয়ে রয়েছে। তিন ছেলে- মহাক্ষয়, উষ্মে, নমশি এবং এক মেয়ে দিশানি।[5] বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো) একজন অভিনেতা। আরেক ছেলে নমশি চক্রবর্তী ব্যাড বয় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন।[6]

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
বছরচলচ্চিত্রভূমিকাটীকা
১৯৭১ পরওয়ানাআশা বর্মা/নির্মলা
গঙ্গা তেরা পানি অমৃত মঞ্জু
মেমসাব কিরণ
মেরে আপনেউর্মি
পর্দে কে পিছেতারা
১৯৭২ বুনিয়াদ
সাজা
জমিন আসমানরুপা
১৯৭৩ নির্দোষরুপা
ঝিল কে উস পরজুগ্নু
বানারাসি বাবুগুলাবিয়া
এক মুঠি আসমানসরলা
গাদ্দাররেশমা
নফরতকিরণ
সমঝোতাশান্নো
ইয়াউওয়ানশশি
১৯৭৪ কুওয়ারা বাপমহেশের স্ত্রীবিশেষ উপস্থিতি
আজনবিসোনিয়া
অপরাধী
সৌদারেণু
আজাদ মোহাব্বত
চরিত্রহীন
চৌকিদাররাধা
কিষাণ ঔর ভাগওয়ান
উজালা হি উজালাঅনুরাধা
১৯৭৫ জিন্দেগি ঔর তুফান
১৯৭৬ মেহবুবাযমুনা সিংবিশেষ উপস্থিতি
খান দোস্তশান্তি
নাগিনরিতা
লাগাম
সওয়া লাখ সে এক লড়ায়ুঁ
রাইস
১৯৭৭ চাচা ভাতিজাপিঙ্কি
ধুপ ছাওঁড. মঞ্জু সিনহা
১৯৭৮ ভক্তি মেঁ শক্তিদাম্মো
এক বাপ ছে বেটেশালু
কর্মযোগীজ্যোতি/জুলিয়েট
প্রেমি গঙ্গারাম
১৯৭৯ নৌকরকাওয়ালি গায়িকাবিশেষ উপস্থিতি
আখরি কসমচম্পা
জানি দুশমনঠাকুরের বাগদত্তা
জনতা হাভলদার
সালাম মেমসাবসুনিতা সারিত
শাবাশ ডেডিকমলি
১৯৮০ ওহ বেওয়াফারাধা
উনিস-বিসআন্নু
খ্বাবমায়া
প্যায়ারা দুশমন
১৯৮১ জামানে কো দিখানা হ্যায়রাজিয়া খান
বিবি-ও-বিবিরিনা
বে-শাকরুপা
১৯৮২বাওরি
১৯৮৩ হাদসা
কারাতেআরতি
১৯৮৪ ইয়ে ইশ্ক নহীঁ আসানফুলরানি
লাইলামিসেস. সুনয়না ধরমরাজ সিং
গ্রাহাস্থিসুধা
রাজ তিলকনাজমা
ওয়াক্ত কি পুকাররাজার প্রেমিকা
১৯৮৭মেরা করম মেরা ধরমনীলা
১৯৮৯আখরি বদলালীনা
২০১৩এনিমিপ্রযোজক
বন্ধ
Remove ads

তথ্যসূত্র

Remove ads

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads