মেসন মাউন্ট

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মেসন মাউন্ট

মেসন টনি মাউন্ট (ইংরেজি: Mason Mount, ইংরেজি উচ্চারণ: /ˌmeɪsn maʊnt/; জন্ম: ১০ জানুয়ারি ১৯৯৯; মেসন মাউন্ট নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
মেসন মাউন্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মেসন টনি মাউন্ট[]
জন্ম (1999-01-10) ১০ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৬)[]
জন্ম স্থান পোর্টস্‌মাথ, ইংল্যান্ড
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার, ওল্ড ট্র্যাফোর্ড
জার্সি নম্বর ১৯
যুব পর্যায়
২০০৫–২০১৭ চেলসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭– চেলসি ১২৩ (২৭)
২০১৭–২০১৮ভিতেসে (ধার) ২৯ (৯)
২০১৮–২০১৯ডার্বি কাউন্টি (ধার) ৩৫ (৮)
জাতীয় দল
২০১৪–২০১৫ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ (০)
২০১৫–২০১৬ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ (২)
২০১৬–২০১৭ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (৩)
২০১৭–২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১৬ (৭)
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১[] (১)
২০১৯– ইংল্যান্ড ৩৬ (৫)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ইংল্যান্ড-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
রানার-আপ২০২০
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১:২১, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:২১, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।
বন্ধ

২০০৫–০৬ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব চেলসি অনূর্ধ্ব-২৩ এবং একাডেমির হয়ে খেলার মাধ্যমে মাউন্ট ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, চেলসির মূল দলে অন্তর্ভুক্ত হলেও একটি ম্যাচও না খেলে একই মৌসুমে ভিতেসে-এ ধারে যোগদান করেন এবং এই ক্লাবের হয়েই তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবনের প্রথম ম্যাচ খেলেন। ভিতেসে-এ তিনি ১ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ২৯ ম্যাচে ৯টি গোল করেছেন। পরবর্তীতে তিনি ডার্বি কাউন্টির হয়ে ধারে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ডার্বি কাউন্টিতে ধারে খেলা সম্পন্ন করে চেলসিতে যোগদান করেছেন।

দলগতভাবে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন; যেটি হচ্ছে ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.