Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ম্যাগপাই ওএস, অথবা শুধু ম্যাগপাই লিনাক্স (ইংরেজি: MagpieOS, Magpie Linux), বাংলাদেশের ডেভেলপার রিজওয়ান হাসান নির্মিত একটি আর্চ-ভিত্তিক ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা ব্যবহারবান্ধব পরিবেশ ও প্রবেশযোগ্যতার উপর গুরুত্বারোপ করে এবং আউট-অব-দ্যা-বক্স কাজের জন্য প্রস্তুত থাকে।
ডেভলপার | রিজওয়ান হাসান |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় (রোলিং রিলিজ) |
সোর্স মডেল | ওপেন সোর্স |
সর্বশেষ মুক্তি | ২.৪ "ইভা" / ২ অক্টোবর ২০১৮ |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | গ্নু |
ব্যবহারকারী ইন্টারফেস | গ্নোম ৩, এক্সএফসিই[১] |
লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স সংস্করণ ৩.০ |
ওয়েবসাইট | magpieos |
ডিস্ট্রোটির হালনাগাদ পদ্ধতি হল রোলিং রিলিজ এবং এটি প্যাকেজ ম্যানেজার হিসাবে প্যাকম্যান ও আর্চ রিপোজিটরি ব্যবহার করে।[২] তবে ২০২০ সালের ডিসেম্বর মাসে এটি বন্ধ হয়ে যায়।
ম্যাগপাই মূলত গ্নোম ৩ ডেস্কটপবাহী আর্চ-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন যাতে সুবিধাজনক কিছু বাড়তি সফটওয়্যার সংযুক্ত করা হয়েছে। এতে নিজস্ব আইকন ও থিমসহ একটি কাস্টম রিপো রয়েছে।[৩]
ম্যাগপাই ওএসের সাথে অন্তর্ভুক্ত কিছু সফটওয়্যার হল: ফায়ারফক্স, লিব্রেঅফিস, ইউগেট, ব্লিচবিট, নোটপ্যাডকিউকিউ, সুজ্যে স্টুডিও ইমেজ রাইটার, প্যাম্যাক প্যাকেজ ম্যানেজার, জিপার্টেড, গিম্প, রিদমবক্স, সিম্পল স্ক্রিন রেকর্ডার, টোটেম ভিডিও প্লেয়ারসহ সবগুলো ডিফল্ট গ্নোম সফটওয়্যার এবং কাস্টম ওয়ালপেপারের একটি সেট।[৩]
মূলত গ্নোম ও এক্সএফসিই ডেস্কটপ পরিবেশ-এর ভিত্তিতে তৈরি হলেও ম্যাগপাই ওএস বর্তমানে অন্যান্য ডেস্কটপ পরিবেশও সমর্থন করে।[৩]
দূর্ভাগ্যবশত, ম্যাগপাই ওএস বাংলাদেশে তৈরি হলেও এখনও বাংলা ও অন্যান্য স্থানীয় ভাষা সমর্থন করে না। গ্নোমের সমর্থিত ভাষাগুলোই শুধু সমর্থন করে(যথা— হিন্দি, ইংরেজি ইত্যাদি)।[৩]
ম্যাগপাই (Magpie) শব্দের বাংলা অর্থ দোয়েল পাখি। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। একজন বাংলাদেশী ডেভলপারের তৈরি বলে ডিস্ট্রিবিউশনটির নাম ম্যাগপাই ওএস রাখা হয়েছে।[৪]
ম্যাগপাই লিনাক্সের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:[৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.