মো. সাইফুল আলম
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, এসইউপি, বিএসপি, এনডিসি, পিএসসি, পিএইচডি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট ছিলেন।[1] ইতিপূর্বে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতির পূর্বে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ছিলেন।[2]
লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল আলম | |
---|---|
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক | |
কাজের মেয়াদ ২৪ ফেব্রুয়ারি ২০২০ – ৪ জুলাই ২০২১ | |
পূর্বসূরী | মো. সাইফুল আবেদীন |
উত্তরসূরী | আহম্মদ তাবরেজ শামস চৌধুরী |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | বাংলাদেশ |
শাখা | বাংলাদেশ সেনাবাহিনী |
কাজের মেয়াদ | ১৯৮৬-২০২৪ |
পদ | লেফটেন্যান্ট জেনারেল |
কমান্ড |
|
সাইফুল আলম ২৭ জুন ১৯৮৬ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৪তম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত হন। তিনি তার বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সর্ড অব অনার এবং অ্যাকাডেমিক স্বর্ণপদক অর্জন করেন।[3] তিনি ১১তম পদাতিক ডিভিশনের অধীনে একটি পদাতিক ব্রিগেডের কমান্ডার ছিলেন।[4] ১১তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পর, ২৮ ফেব্রুয়ারি ২০২০ সালে তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।[5][6]
বগুড়ায় ১১ পদাতিক ডিভিশনে জিওসি হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[7][8] তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুরের ডিরেক্টিং স্টাফ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এবং স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স (এসআইএন্ডটি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার ছিলেন।
৫ জুলাই ২০২১ সালে, আলমকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।[9] ২৯ জানুয়ারি ২০২৪ সালে তাকে জাতীয় প্রতিরক্ষা কলেজ, বাংলাদেশের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আগস্ট ২০২৪ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হন।
৩ সেপ্টেম্বর ২০২৪ সালে, তার ব্যাংক হিসাব বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দ্বারা জব্দ করা হয়। একই সাথে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ব্যাংক হিসাব এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক হিসাবও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর ২০২৪ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।[10][11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.