মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী

বাঙ্গালী আলেম, লেখক ও রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী

মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বাংলাদেশী আলেম ও রাজনীতিবিদ। তিনি সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য[][]

দ্রুত তথ্য মাওলানামোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীফুলতলী (ছোট সাহেব), সিলেট-৫ আসনের সংসদ সদস্য ...
মাওলানা
মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী (ছোট সাহেব)
Thumb
সিলেট-৫ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪[]
পূর্বসূরীহাফিজ আহমেদ মজুমদার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1974-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৭৪ (বয়স ৫১)
ফুলতলী, মানিকপুর, জকিগঞ্জ, সিলেট
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আনজুমানে আল ইসলাহ
পিতামাতাআব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (পিতা),
নেহারুন নেছা (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীফুলতলী কামিল মাদ্রাসা
পেশাআলিম, রাজনীতিবিদ এবং প্রতিবাদী
বন্ধ

প্রারম্ভিক জীবন

মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ৫ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী। তার মাতা নেহারুন নেছা।[]

কর্মজীবন

হুছামুদ্দীন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য।

রাজনৈতিক জীবন

তিনি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সভাপতি।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।[] তিনি ৬ ফেব্রুয়ারি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন।[][] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ হারান।[][]

বিতর্ক

মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ১২ মার্চ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি (২০২২-২০২৫) সদস্য হন বলে প্রকাশিত হয়।[] তবে পরবর্তীতে তিনি তা অস্বীকার করে জানান যে তাকে অবহিত না করেই এই ঘোষণা দেওয়া হয়েছে।[১০]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.