Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম (জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৪৩) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ১৮-তম প্রধান বিচারপতি।[১][২]
মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম | |
---|---|
১৮তম বাংলাদেশের প্রধান বিচারপতি | |
কাজের মেয়াদ ৮ ফেব্রুয়ারি ২০১০ – ২৯ সেপ্টেম্বর ২০১০ | |
পূর্বসূরী | বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম |
উত্তরসূরী | বিচারপতি এ. বি. এম. খায়রুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩০ সেপ্টেম্বর ১৯৪৩ সুচক্রদন্ডি গ্রাম, পটিয়া, চট্টগ্রাম, পূর্ব বাংলা (বর্তমান: বাংলাদেশ) |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
বাসস্থান | ঢাকা |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় লিংকনস্-ইন |
পেশা | আইন |
জীবিকা | আইনবিদ |
ধর্ম | ইসলাম |
ফজলুল করীম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদন্ডি গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম মরহুম আহমেদ কবীর ও মায়ের নাম সুনিয়া আরা বেগম।[৪]
ফজলুল করীম ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে মেট্টিকুলেশন ও ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বি. এ. পাস করে ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে সম্মান ডিগ্রি এবং ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লিংকনস্-ইন থেকে বার আ্যট ল' ডিগ্রি লাভ করেন।[৪]
ফজলুল করীম ১৯৭০ সালে হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন এবং ১৯৯২ সালের নভেম্বরে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।[৩][৪]
২০১০ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলামের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১৮-তম প্রধান বিচারপতি হিসাবে মোহাম্মদ ফজলুল করীমকে নিয়োগ প্রদান করেন[৩] এবং তিনি ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন[৫] ও ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তারিখে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.