Loading AI tools
বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবু জাহির (জন্ম ৩ মার্চ ১৯৬৩) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[1][2][3]
অ্যাডভোকেট আবু জাহির | |
---|---|
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৮ ডিসেম্বর ২০০৮ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | মুবিন চৌধুরী |
উত্তরসূরী | শূন্য |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | হবিগঞ্জ | ৩ মার্চ ১৯৬৩
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | আলেয়া আক্তার |
সন্তান | ২ |
পিতামাতা | আমির আলী (পিতা) ফজল নেছা (মাতা) |
পেশা | আইনজীবী ও রাজনীতি |
ওয়েবসাইট | www |
জাহির ১৯৬৩ সালের ৩ মার্চ হবিগঞ্জের রিচি গ্ৰামে জন্মগ্রহণ করেন।[4] তার পিতার নাম আমির আলী এবং মাতার নাম ফজল নেছা।[2]
আবু জাহির হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
তিনি বর্তমানে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি।
তিনি ২০০৮ সালের ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।[5]
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।[6]
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।[7] এই সংসদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।[8]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[9][10]
আবু জাহিরের স্ত্রী আলেয়া আক্তার হবিগঞ্জজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি (স্ত্রী) হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।[11] এই দম্পতীর ছেলে ছেলে ইফাত জামিল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। জহিরের ভাই মো. বদরুল আলম হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।[12] আবু জাহিরের চাচাতো ভাই রিচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রহিমের জামাতা সৈয়দ সায়েদুল হক সুমন।[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.