মুফতি মুহাম্মদ সাইদ (জন্ম: ১২ জানুয়ারি, ১৯৩৬ - ৭ জানুয়ারি, ২০১৬) ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন; যিনি জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির স্থাপক ও বরিষ্ঠ নেতা ছিলেন। তিনি এর আগে ২০০২-২০০৫ পর্যন্ত জম্ম ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৯-১৯৯০ পর্যন্ত তিনি ভিপি সিঙের প্রধানমন্ত্রীত্বে ভারতের গৃহমন্ত্রীও ছিলেন। এই সময়ে ১৯৯০ সালে কাশ্মীরি পন্ডিতদের উপর অমানবিক নির্যাতন ঘটে। ভারতের ইতিহাসে তিনিই প্রথম এবং শেষ মুসলমান গৃহমন্ত্রী।

দ্রুত তথ্য মুফতি মুহাম্মদ সাঈদ, জম্মু ও কাশ্মীরের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী ...
মুফতি মুহাম্মদ সাঈদ
مُفتي مُحَمَد سيٖد
Thumb
মুফতি মুহাম্মদ সাঈদ (বামে)
জম্মু ও কাশ্মীরের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১ মার্চ ২০১৫  ৭ জানুয়ারি ২০১৬
গভর্নরনরেন্দ্রনাথ বোহরা
ডেপুটিনির্মল কুমার সিং
পূর্বসূরীগভর্নর শাসন
উত্তরসূরীমেহবূবা মুফতি
কাজের মেয়াদ
২ নভেম্বর, ২০০২  ২ নভেম্বর, ২০০৫
গভর্নরগিরিশচন্দ্র সাক্সেনা
শ্রীনিবাস কুমার সিনহা
পূর্বসূরীগভর্নর শাসন
উত্তরসূরীগোলাম নবি আজাদ
গৃহমন্ত্রী
কাজের মেয়াদ
২ ডিসেম্বর, ১৯৮৯  ১০ নভেম্বর, ১৯৯০
প্রধানমন্ত্রীভিপি সিং
পূর্বসূরীসর্দার বুটা সিং
উত্তরসূরীচন্দ্র শেখর
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৬-০১-১২)১২ জানুয়ারি ১৯৩৬
বিজবেহরা, জম্মু ও কাশ্মীর, ব্রিটিশ ভারত
মৃত্যু৭ জানুয়ারি ২০১৬(2016-01-07) (বয়স ৭৯)
অভাআস, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলজম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (১৯৯৯-০৭ জানুয়ারি, ২০১৬)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৯১—১৯৯৯; ১৯৮৭-এর আগে)
জনতা দল (১৯৮৭- ১৯৯১)
সন্তান
বন্ধ

রাজনৈতিক জীবন

'মুফতি মুহাম্মদ সাঈদ তার রাজনৈতিক জীবন শুরু করেন ১৯৫০ সালে ন্যাশনাল কনফারেন্স-টর মাধ্যমে। পরে তিনি ১৯৭২ সালে কংগ্রেসেরর সাথে যুক্ত হন ও জম্মু ও কাশ্মীরে রাজ্যে মন্ত্রী পদ পান। কিন্তু কোনো কারণে তিনি কংগ্রেস ছেড়ে ১৯৮৯ সালে ভিপি সিঙের জনমোর্চায় যোগ দেন, এবং প্রথমবারেরর মতো কোনো মুসলিম ভারতের গৃহমন্ত্রী হয়। ২০০২ সালে তিনি নিজে আলাদাভাবে একটি দল গঠন করেন এবং নভেম্বর, ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত তিনি জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকেন। তারপর ১ মার্চ, ২০১৫য় তিনি আবার জম্মু ও কাশ্মীরেরর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন।

মৃত্যু

মুহাম্মদ সাঈদ ২০১৬ সালের ০৭ জানুয়ারি তারিখে নতুন দিল্লির এআইআইএ-তে মৃত্যুবরণ করেন।[১][২][৩][৪] তাকে ২৪ ডিসেম্বর, ২০১৫ তারিখে দিল্লি এইম্স-এ ভর্তি করা হয়। তিনি কিছুদিন ধরে শাঁসককষ্ঠে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়ে ছিলো ৭৯ বছর

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.