উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুক্তিযোদ্ধা মুহাম্মদ নূরুল কাদির (জন্ম: ১৯ জানুয়ারি ১৯৪০) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী ও সাহিত্যিক।[১] তিনি তার গবেষণামূলক গ্রন্থ দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত।[২]
মুক্তিযোদ্ধা মুহাম্মদ নূরুল কাদির | |
---|---|
জন্ম | ১৯ জানুয়ারি ১৯৪০ |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা | এল এল বি (আইন) |
পেশা | আইনজীবী |
পরিচিতির কারণ | দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা |
তিনি ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রজত জয়ন্তী উপলক্ষে “দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা” শিরোনামে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনা এবং প্রতিরোধকারীদের লড়াই নিয়ে একটি দালিলিক প্রমাণক গ্রন্থ রচনা করেন।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.