মুরারই বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুরারই (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি বিধানসভা কেন্দ্র।
মুরারই | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৭′ উত্তর ৮৭°৫২′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বীরভূম |
কেন্দ্র নং. | ২৯৪ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৪২. বীরভূম |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৯৪ নং মুরারই বিধানসভা কেন্দ্রটি মুরারই-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং আমডোল, জাজিগ্রাম, মিত্রপুর, বিপ্র নন্দীগ্রাম, পাইকর-১ এবং পাইকর-২ গ্রাম পঞ্চায়েত গুলি মুরারই-২ সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[১]
মুরারই বিধানসভা কেন্দ্রটি ৪২ নং বীরভূম লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। [১]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল | |
---|---|---|---|---|
১৯৫১ | মুরারই | জগেন্দ্র নারায়ণ দাস | কৃষাণ মজদুর প্রজা পার্টি[২] | |
১৯৫৭ | আসন নেই[৩] | |||
১৯৬২ | শামসুদ্দীন আহমেদ | বিপ্লবী সমাজতন্ত্রী দল[৪] | ||
১৯৬৭ | বি. আহমেদ | নির্দল [৫] | ||
১৯৬৯ | বাজল আহমেদ | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)[৬] | ||
১৯৭১ | বাজল আহমেদ | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)[৭] | ||
১৯৭২ | ডা. মোতাহার হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[৮] | ||
১৯৭৭ | ডা. মোতাহার হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[৯] | ||
১৯৮২ | ডা. মোতাহার হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[১০] | ||
১৯৮৭ | ডা. মোতাহার হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[১১] | ||
১৯৯১ | ডা. মোতাহার হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[১২] | ||
১৯৯৬ | ডা. মোতাহার হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[১৩] | ||
২০০১ | ডা. মহম্মদ কামের এলাহি | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৪] | ||
২০০৬ | ডা. মহম্মদ কামের এলাহি | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫] | ||
২০১১ | নূর আলম চৌধুরী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬] | ||
২০১৬ | আব্দুর রহমান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনী ফলাফল
সারাংশ
প্রসঙ্গ
২০১১
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের নূর আলম চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর ডা. মহম্মদ কামের এলাহিকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | নূর আলম চৌধুরী | ৭৭,৮১৭ | ৪৭.৭৫ | -০.০৩ | |
সিপিআই(এম) | ডা. মহম্মদ কামের এলাহি | ৭৩,৪১৪ | ৪৫.০৫ | -২.৬৫ | |
বিজেপি | সুধিরঞ্জন দাস গোস্বামী | ৪,৯৬১ | ৩.০৪ | ||
বিএসপি | শিবলাল সর্দার | ৩,০৭৪ | ১.৮৯ | ||
নির্দল | মহ. এজরেল | ২,৪৭১ | |||
জনতা পার্টি | মীর মুকিদ হাজি রেকিব | ১,২২৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৬২,৯৬৫ | ৮৬.০৬ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | +২.৬২ |
পার্টি | আসন জয় | আসন পরিবর্তন |
---|---|---|
তৃণমূল কংগ্রেস | ৬ | ![]() |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ২ | ![]() |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ![]() |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ১ | ![]() |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ![]() |
১৯৭৭-২০০৬
২০০৬[১৫] এবং ২০০১ সালের[১৪] বিধানসভা নির্বাচনে, সিপিআই (এম) এর ডা. মহম্মদ কামের এলাহি মুরারই কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস/তৃণমূল কংগ্রেসের ডা. মোতাহার হোসেনকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৯৬ সালে কংগ্রেসের ডা. মোতাহার হোসেন সিপিআই (এম) এর মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করেন,[১৩] ১৯৯১[১২] এবং ১৯৮৭ সালে[১১] সিপিআই (এম) এর দুর্গাদাস ঘোষকে, ১৯৮২ সালে সিপিআই (এম) এর মতিউর রহমানকে[১০] এবং সিপিআই (এম) এর বাজল আহমেদকে ১৯৭৭ সালে পরাজিত করেন।[৯][২০]
১৯৫১-১৯৭২
১৯৭২ সালে কংগ্রেসের ডা. মোতাহার হোসেন জয়ী হন।[৮] এসইউসি এর বাজল আহমেদ ১৯৭১[৭] এবং ১৯৬৯ সালে[৬] জয়ী হন। নির্দলের বি. আহমেদ ১৯৬৭ সালে জয়ী হন।[৫] আরএসপি এর শামসুদ্দীন আহমেদ ১৯৬২ সালে জয়ী হন।[৪] ১৯৫৭ সালে মুরারই কেন্দ্রে আসন বিদ্যমান ছিল না।[৩] স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে, কেএমপিপি এর জগেন্দ্র নারায়ণ দাস জয়ী হন।[২]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.