Remove ads
ভারতীয় দেওবন্দি ইসলামি স্কলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুজাহিদুল ইসলাম কাসেমি (১৯৩৬-২০০২) ছিলেন একজন ভারতীয় মুসলিম পণ্ডিত, মুফতি, সুন্নি হানাফি আলেম। তিনি ইসলামিক ফিকহ একাডেমি, ভারতের প্রতিষ্ঠাতা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি ছিলেন।[১][২]
মুফতি, কাজী মুজাহিদুল ইসলাম কাসেমি | |
---|---|
مجاہد الاسلام قاسمی | |
সভাপতি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড | |
কাজের মেয়াদ ১৯৯৯ – ২০০২ | |
পূর্বসূরী | আবুল হাসান আলী নদভী |
উত্তরসূরী | রাবে হাসান নাদভি |
মহাসচিব, ইসলামিক ফিকহ একাডেমি, ভারত | |
কাজের মেয়াদ ১৯৮৯ – ২০০২ | |
উত্তরসূরী | খালিদ সাইফুল্লাহ রহমানি |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৯৩৬ |
মৃত্যু | ৪ এপ্রিল ২০০২ |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নি,হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
যেখানের শিক্ষার্থী | দারুল উলুম দেওবন্দ |
এর প্রতিষ্ঠাতা | ইসলামিক ফিকহ একাডেমি, ভারত |
মুসলিম নেতা | |
এর শিষ্য | হুসাইন আহমদ মাদানি, মিন্নাতুল্লাহ রহমানি |
কাসেমির জন্ম ১৯৩৬ সালে ব্রিটিশ ভারতের দরভাঙ্গায়। তিনি মাদ্রাসা মাহমুদুল উলুম,দামলা ও স্থানীয় মাদ্রাসা মৌ, উত্তরপ্রদেশ থেকে তার শিক্ষাজীবন শুরু করেন এবং পরে যোগ দেন দারুল উলুম দেওবন্দে, যেখান থেকে তিনি ১৯৫৫ সালে স্নাতক সম্পন্ন করেন। দেওবন্দে তিনি হুসাইন আহমদ মাদানি , সৈয়দ ফখরুদ্দিন আহমদ এবং আবদুল হাফিজ বালিয়াভির অধীনে পড়াশোনা করেছেন। [৩][৪]
কাসেমি মুঙ্গারের জামিয়া রহমানিয়ায় শিক্ষকতা করেন এবং ১৯৮৯ সালে ইসলামিক ফিকহ একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি, জেদ্দা, মক্কার ফিকহ একাডেমি এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আদালতের সদস্যও ছিলেন। [৫] তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন [৬] এবং ১৯৯৯ সালে আবুল হাসান আলী নদভীর মৃত্যুর পরে সভাপতি হিসেবে নিযুক্ত হন। তিনি মুসলিম সংগঠনগুলিকে পুরোপুরি একক মঞ্চে আনার জন্য অল ইন্ডিয়া মিলি কাউন্সিল চালু করেছিলেন। মিলি কাউন্সিলের মাধ্যমে, কাসমি টাডা অপসারণ এবং মুসলিম যুবকদের আস্থা ফিরিয়ে আনতে মূল ভূমিকা পালন করেছিলেন। [৩]
যেহেতু, কাসেমি ছিলেন মুফতি; তার ধর্মীয় ও আইনি রায়গুলো ইসলামিক ফিকহ একাডেমি উর্দুতে “ফাতাওয়া কাজী ” হিসেবে প্রকাশ করেছে। [৭] ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ২০০২ সালের ৪ এপ্রিল মারা যান। [৪]
কাসেমি ৪০টিরও বেশি বই রচনা করেছেন যার মধ্যে রয়েছে:[৩]
কাসমীকে নিম্নলিখিত পুরস্কার প্রদান করা হয়েছিল:[১০][১১]
নোমানা খালিদ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে মুজাহিদুল ইসলাম কাসেমির ফিকহে অবদানের উপর তাঁর এম ফিল থিসিস "কাজী মুজাহিদুল ইসলাম কি ফিকহে ইসলামী মে খিদমত" লিখেছেন। [১৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.