Loading AI tools
ভারতীয় পরিচালক, সংলাপ লেখক, গল্প লেখক এবং গীতিকার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুকুল দত্ত (২৭ নভেম্বর ১৯৩৩ - ১৫ জুলাই ২০১১)[1] বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক।[2] আধুনিক বাংলা গান এবং বাংলা ছায়াছবির জগতে যিনি উষ্ণ প্রেমাবেগ রেখেছিলেন তিনি তাঁদের একজন।
মুকুল দত্ত | |
---|---|
জন্ম | ২৭ নভেম্বর ১৯৩৩ রেওয়া, মধ্যপ্রদেশ |
মৃত্যু | ১৫ জুলাই ২০১১ ৭৭) | (বয়স
জাতীয়তা | ভারতীয় |
পেশা | গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক |
মুকুল দত্ত মধ্যপ্রদেশের রেওয়ায় এলাকায় জন্মগ্রহণ করেন। কৈশোর জীবন কাটে পশ্চিমবঙ্গের খড়গপুরে, তিনি পড়াশোনা করেন সেখানকার ইন্ডিয়ান হাই স্কুলে (এখনকার রেলওয়ে স্কুল)৷ ইন্টারমিডিয়েট পড়াশোনা করেন মধ্যপ্রদেশের বিলাসপুরে৷ গ্র্যাজুয়েশন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে৷ তারপর তিনি এম এ পড়াশোনা করেন কলকাতায় ৷ প্রথম শিক্ষাকতা করেন খড়গপুরে সিলভার জুবিলি হাই স্কুলে৷ শিলালিপি সিনেমার সুবাদে চাঁদ উসমানিকে বাংলা শেখানোর দায়িত্ব ছিল মুকুলের সেই সুত্রে দীর্ঘদিন দেখাশোনা এবং প্রেম তারপর বিয়ে করেন চাঁদ উসমানিকে।
১৯৬০-এর দশক থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের জগতে সমৃদ্ধি আনয়ণে স্বকীয় ভূমিকা রাখেন। তিনি বিমল রায়, পরে হৃষীকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সহ পরিচালকের কাজ করেছেন। তিনি হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, রাহুল দেব বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং আরও অনেক জ্ঞানী-গুণী শিল্পী তাঁর লেখা গানে গান গেয়েছেন। ১৯৬২ সালে হেমন্তের গলায় মুকুলের লেখা প্রথম দুটি গানই সুপারহিট৷ তার আর পর নেই এবং তুমি এলে অনেকদিনের পরে যেন বৃষ্টি এল৷ ১৯৬৪ সালে পলাতক ছবিতে তারপর ১৯৭৫ সালে ফুলেশ্বরী ছবিতে শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পান। আগমন ছবিতে ১১ গানের মধ্যে ৮টি গানই ছিল মুকুল দত্তের লেখা৷ কিশোরের প্রথম দুটি বাংলা আধুনিক গানই মুকুলের লেখা একদিন পাখি উড়ে এবং বাবা ও খোকা৷ ১৯৮০ সালে মুকুলের লেখা কিশোরের কণ্ঠে পুজোর চারটে গানই সুপারহিট আমার পুজার ফুল ভালোবাসা হয়ে গেছে, সে যেন আমার পাশে, চোখের জলের হয় না কোনও রং, কেন রে তুই চড়লি ওরে।[3] সে যেন আমার পাশে আজও বসে আছে গানটি লিখেছিলেন মহঃ রফির জন্য, মহঃ রফি গানটা ভেবেছিলেন উত্তমকুমারের স্মৃতিতে গাইবেন কিন্ত্ত মহঃ রফিও দ্রুত তো চলে গেলেন। মুকুলের কথায় রফি এবং উত্তমের প্রসঙ্গ শুনে ওই গানটা গেয়ে ছিলেন কিশোর কুমার এবং গানটি সুপারহিট হয়েছিল৷ রাহুল দেববর্মণের সুরে শেষ সিনেমা ১৯৪২ এ লাভ স্টোরির বাংলা ভার্সন গান হয়েছিল সবগুলো লিখেছিলেন মুকুল দত্ত। মুকুল দত্তের জীবনের অল্প অংশ জুড়ে বাংলা৷ তবু তিনি বাঙালির সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছেন৷ তাই মুকুল দ্রুত ঝরে যাবে না তিনি নিজেই তো বাঙালির চিরচেনা গানে চিরকালীন আশার কথাই লিখে গিয়েছেন,তাই এই গানটির কথা মনে আসে চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে৷[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.