উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইসলাম হল মিশরের প্রভাবশালী ধর্ম, প্রায় ৯০% মিশরীয় মুসলমান হিসাবে চিহ্নিত।[১] মিশরীয় মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ সুন্নি ইসলামের অনুসারী[২] এখানকার একটি ছোট সংখ্যালঘু অংশ শিয়া ইসলাম মেনে চলে।[৩] ১৯৮০ সাল থেকে, ইসলাম মিশরের রাষ্ট্রধর্ম হিসাবে কার্যকর হয়ে আছে।[৪] একটি ধর্মীয় আদমশুমারির অভাবে মিশরীয় আদমশুমারিতে অমুসলিম সংখ্যালঘুদের কথিত কম গণনার কারণে, মুসলমানদের প্রকৃত শতাংশ জানা যায় না; শতাংশ হিসাবে মিশরীয় খ্রিস্টানরা দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী; অনুমান করা হয় তারা জনসংখ্যার ৬% থেকে ১১% এর মধ্যে।
Seamless Wikipedia browsing. On steroids.