মাসুদ পথিক
বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং কবি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মাসুদ পথিক (জন্ম ১ আগস্ট ১৯৭৯) বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং কবি। তিনি নেকাব্বরের মহাপ্রয়াণ" চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার পরিচালিত চলচ্চিত্র মায়া: দ্য লস্ট মাদার ২০১৯ সালে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[১] তিনি কবিতায় ২০১৩ সালে কালি ও কলম পুরস্কার অর্জন করেন।[২] তিনি ২০২৩ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[৩]
মাসুদ পথিক | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র পরিচালক, গীতিকার, কবি |
পরিচিতির কারণ | নেকাব্বরের মহাপ্রয়াণ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার) |
প্রাথমিক জীবন
মাসুদ পথিক স্কুল ও কলেজের পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ভাষায় পি, এইচ, ডি ডিগ্রি লাভ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।[৪]
কর্মজীবন
মাসুদ পথিক কবিতা রচনা এবং চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি গবেষণার কাজ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের উপর প্রায় দীর্ঘ পনেরো বছর যাবৎ গবেষণা করছেন।[৫]
সাহিত্যকর্ম
মাসুদ পথিক মোট ২১টি গ্রন্থের প্রণেতা। তার সাহিত্য রচনার মধ্যে রয়েছে কৃষকফুল (১৯৯৬), বাতাসের বাজার (২০০৭), সেতু হারাবার দিন, চাষার বচন (২০১৬) ইত্যাদি। মাসুদ কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা ‘মাতৃভূমি’র সম্পাদনা করেছেন টানা আট বছর। তিনি ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘জননেত্রী শেখ হাসিনা’ নামের বই সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।[৬]
সমালোচনা
সারাংশ
প্রসঙ্গ
২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন মাসুদ পথিক। আন্দোলন চলাকালীন সময়ে মাসুদ পথিক সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[৭][৮] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[৯][১০]
চলচ্চিত্র
তিনি বিখ্যাত কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে তার প্রথম চলচ্চিত্র "নেকাব্বরের মহাপ্রয়াণ" তৈরি করেন এবং প্রথম চলচ্চিত্রেই জাতীয় পুরস্কার লাভ করেন।[১১] এই সাফল্যের পর তিনি আরো বেশ কিছু ছবির কাজ হাতে নিয়েছেন।
চলচ্চিত্র | সাল |
---|---|
নেকাব্বরের মহাপ্রয়াণ | ২০১৪ |
মায়া দ্য লষ্ট মাদার | ২০১৯ |
পোয়েট্রি | অসম্পূর্ণ |
এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রযোজনায় শেখ হাসিনাকে নিয়ে "আলোর পথের সারথি" নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন।
বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী জনাব শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম “নারী” এবং কবি কামাল চৌধুরীর “যুদ্ধশিশু” কবিতা অবলম্বনে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুকে কেন্দ্র করে “মায়া: দ্য লস্ট মাদার”[১২] চলচ্চিত্রটি ২৭ ডিসেম্বর ২০১৯ সালে মুক্তি পেয়েছে।[১৩] সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের আলোচিত অভিনেত্রী মমতাজ সরকার। মমতাজ সরকার যাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়ে। চলচ্চিত্রটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এ সর্বোচ্চ আটটি বিভাগে পুরস্কার লাভ করে।[১৪]
পুরস্কার ও সম্মাননা
মাসুদ পথিক চলচ্চিত্র ও সাহিত্যে একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন; তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার - ২০১৩ - নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের জন্য।
- বেস্ট ডিরেক্টর - টেলিসিনে অ্যাওয়ার্ড, কলকাতা, ভারত।
- অফিশিয়াল সিলেকশন - সার্ক ফিল্ম ফেস্টিভ্যল, শ্রীলঙ্কা।
- কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, ২০১৩ (কবিতায়);
- ঋত্বিক ঘটক স্মৃতি পদক - কলকাতা ২০১৬।
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার - ২০১৯ - শ্রেষ্ঠ কাহিনীকার - মায়া: দ্য লস্ট মাদার” চলচ্চিত্রের জন্য।[১৫]
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩
তথ্যসূত্র
বহিঃসংযোগ
আরও দেখুন
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.