মারোনীয় মণ্ডলী
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মারোনীয় মণ্ডলী (আরবি: ﺍﻟﻜﻨﻴﺴﺔ ﺍﻟﻤﺎﺭﻭﻧﻴﺔ, সিরীয়: ܐܝܝܪܘܣ) হল একটি পূর্বদেশীয় কাথোলিক সর্বস্বত্ব নির্দিষ্ট মণ্ডলী যা পূর্ব মণ্ডলীসমূহের যাজকীয় বিধি মোতাবেক স্বায়ত্তশাসনের পাশাপাশি পোপ এবং আন্তর্জাতিক কাথোলিক মণ্ডলীর সঙ্গে পূর্ণ সংযোগ বজায় রাখে। ২০১১ সাল থেকে লেবাননের উত্তর বৈরুতের বিকার্কিতে আসীন কুলপিতা বিশারা বুতরুস আর-রাহী এর নেতৃত্বে রয়েছেন। দাফতরিকভাবে আন্তিয়খিয়াস্থ সুরীয় মারোনীয় মণ্ডলী নামে পরিচিত এই মণ্ডলীটি স্তোত্রপদ্ধতি ও ঐতিহ্যগত দিক দিয়ে সুরীয় খ্রীষ্টধর্মের অন্তর্ভুক্ত।
![]() আন্তিয়খিয়াস্থ সুরীয় মারোনীয় মণ্ডলী | |
---|---|
ﺍﻟﻜﻨﻴﺴﺔ ﺍﻟﻤﺎﺭﻭﻧﻴﺔ ܐܝܝܪܘܣ | |
![]() লেবাননের বিকার্কিতে মারোনীয় কুলপিতার আসন | |
প্রকারভেদ | পূর্বদেশীয় কাথোলিক |
অভিষেক | সুরীয় |
ধর্মগ্রন্থ | পেশিত্তা[১][২] |
ধর্মতত্ত্ব | কাথোলিক ধর্মতত্ত্ব |
Polity | বিশপশাসিত |
Governance | মারোনীয় মণ্ডলীর পবিত্র সম্মেলন[৩] |
পোপ | ফ্রান্সিস |
প্রধান[৪][৫] | কুলপিতা বিশারা বুত্রুস আর-রাহী |
প্রথম স্বায়ত্তশাসিত কুলপিতা | সন্ত যোহন মারোন |
অঞ্চল | লেবানন (আনুমানিক এক তৃতীয়াংশ), সিরিয়া, ইসরায়েল, সাইপ্রাস, জর্ডান ও বিস্ফূরণ |
ভাষা | আরবি (লেবানীয় আরবি · সাইপ্রাসীয় মারোনীয় আরবি); স্তোত্রভাষা: আরবি,[৬][৭] আরামীয় (সিরীয় ভাষা) |
Liturgy | পশ্চিমা সুরীয় আচার |
সদর দপ্তর | বিকার্কি, লেবানন |
প্রবর্তক | মারোন; যোহন মারোন |
উৎপত্তি | ৪১০ খ্রিষ্টাব্দ সন্ত মারোনের আশ্রম, ফৈনীকিয়া, রোমীয় সাম্রাজ্য |
সদস্য | ৩,৪৯৮,৭০৭[৮] |
ওয়েবসাইট | http://www.bkerki.org |
লোগো | ![]() |
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.