Loading AI tools
ফিল্ড্স পদক বিজয়ী ইরানী গণিতবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মারিয়াম মির্জখনি (ফার্সি: مریم میرزاخانی; আ-ধ্ব-ব: [mæɾjæm miːɾzɑːxɑːniː]; ৩রা মে ১৯৭৭ - ১৪ই জুলাই ২০১৭) একজন প্রয়াত ইরানি গণিতবিদ। ২০১৪ সালে তিনি প্রথম নারী এবং ইরানি হিসেবে গণিতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ফিল্ডস পদক জয় লাভ করেন। তাঁর বক্রপৃষ্ঠের প্রতিসাম্যের (symmetry of curved surfaces) উপর গবেষণাকর্মটি পুরস্কার কমিটি উদ্ধৃত করে। তারঁ গবেষণার বিষয়ের মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে টাইখমুলার জগৎ, হাইপারবলিক জ্যামিতি,এরগডিক তত্ত্ব, সিম্পলেকটিক জ্যামিতি। ২০০৮ সালের ১লা সেপ্টেম্বর থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হিসেবে কাজ করা শুরু করেন।
মারিয়াম মির্জখনি | |
---|---|
ফার্সি: مریم میرزاخانی | |
জন্ম | তেহরান, ইরান | ৩ মে ১৯৭৭
মৃত্যু | ১৪ জুলাই ২০১৭ ৪০) | (বয়স
জাতীয়তা | ইরানী,[1][2] মার্কিন[3] |
মাতৃশিক্ষায়তন |
|
দাম্পত্য সঙ্গী | জন ভনড্রাক |
সন্তান | আনাহিতা (কন্যা) |
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত |
প্রতিষ্ঠানসমূহ | |
অভিসন্দর্ভের শিরোনাম | হাইপারবোলিক পৃষ্ঠতলের উপর সাধারণ ভূতত্ত্ব এবং রেখাচিত্রে মডিউল স্থানের ভলিউম (২০০৪) |
ডক্টরাল উপদেষ্টা | কার্টিস টি. ম্যাকমুলেন[4][5][6] |
তিনি শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ১৯৯৯ সালে গণিতে বিএসসি ডিগ্রি লাভ করেন এবং ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন ফিল্ডস পদক জয়ী কার্টিস টি. ম্যাক্মালেন।
১৯৯৪ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনি প্রথম ইরানি নারী শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক জয় লাভ করেন। ১১৯৫ সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনি প্রথম ইরানি হিসেবে সম্পূর্ণ নম্বর পেয়ে দুটি স্বর্ণপদক অর্জন করেন।
২০১৭ সালে মাত্র ৪০ বছর বয়সে তিনি স্তনের কর্কটরোগে (ক্যান্সার) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.