Remove ads
মার্কিন লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মারিও জিয়ানলুইগি পুজো (ইংরেজি: Mario Gianluigi Puzo; জন্ম: ১৫ অক্টোবর, ১৯২০ - মৃত্যু: ২ জুলাই, ১৯৯৯) একজন ইতালীয়-আমেরিকান কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার। আমেরিকার মাফিয়াদের নিয়ে রচিত গডফাদার (১৯৬৯) নামক উপন্যাসের জন্য তিনি বহুলভাবে সমাদৃত। তার গডফাদার উপন্যাস অবলম্বনে নির্মিত গডফাদার চলচ্চিত্রের জন্য তিনি ১৯৭২ ও ১৯৭৪ সালে সেরা চিত্রনাট্য বিভাগে একাডেমী পুরস্কার লাভ করেন।
মারিও পুজো | |
---|---|
জন্ম | মারিও জিয়ানলুইগি পুজো ১৫ অক্টোবর ১৯২০ ম্যানহাটন, নিউ ইয়র্ক |
মৃত্যু | ২ জুলাই ১৯৯৯ ৭৮) ওয়েস্ট বে শোর, নিউ ইয়র্ক | (বয়স
ছদ্মনাম | মারিও ক্লিরি |
পেশা | ঔপন্যাসিক, চিত্রনাট্যকার |
জাতীয়তা | আমেরিকান (ইতালীয়-আমেরিকান) |
সময়কাল | ১৯৫৫–৯৯ |
ধরন | অপরাধ সাহিত্য |
বিষয় | মাফিয়া |
উল্লেখযোগ্য রচনাবলি | দ্য গডফাদার (১৯৬৯) |
দাম্পত্যসঙ্গী | এরিকা পুজো (১৯২১–৭৮) |
সন্তান | অ্যান্থনি পুজো জোসেফ পুজো ডরোথি আঁতোয়ানেত পুজো ভার্জিনিয়া এরিকা পুজো ইউজিন পুজো |
স্বাক্ষর | |
ওয়েবসাইট | |
http://mariopuzo.com/ |
পুজো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীতে যোগ দেন এবং জার্মানীতে কর্মরত ছিলেন। পরবর্তীকালে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন একটি পত্রিকাতে।
১৯৫০ সালে পুজোর প্রথম ছোটগল্প দি লাস্ট ক্রিস্টমাস আমেরিকান ভ্যানগার্ড পত্রিকায় প্রকাশিত হয়।
তিনি ১৯৯৯ সালের ২ জুলাই তারিখে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট বে এলাকার ম্যানর লেনে অবস্থিত নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.