Remove ads
জার্মান খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মারিও গোটজে (ইংরেজি: Mario Götze; জন্ম: ৩ জুন ১৯৯২) হলেন একজন জার্মান ফুটবলার; যিনি একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় ফুটবল দল এর হয়ে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মারিও গোটজে[১] | ||||||||||||||||
জন্ম | ৩ জুন ১৯৯২ | ||||||||||||||||
জন্ম স্থান | মেমিনজেন, জার্মানি | ||||||||||||||||
উচ্চতা | ১.৭৬ মি (৫ ফু ৯ ইঞ্চি)[২] | ||||||||||||||||
মাঠে অবস্থান | এ্যাটাকিং মিডফিল্ডার | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||||||||||||||||
জার্সি নম্বর | ১৯[৩] | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৯৫–১৯৯৮ | এসসি রন্সবার্গ | ||||||||||||||||
১৯৯৮–২০০১ | এফসি এইনট্রাস্ট হোমবার্চ | ||||||||||||||||
২০০১–২০০৯ | বরুসিয়া ডর্টমুন্ড | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০৯–২০১০ | বরুসিয়া ডর্টমুন্ড ২ | ১ | (০) | ||||||||||||||
২০০৯–২০১৩ | বরুসিয়া ডর্টমুন্ড | ৮৩ | (২২) | ||||||||||||||
২০১৩– | বায়ার্ন মিউনিখ | ২৭ | (১০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০০৭ | জার্মানি অনূর্ধ্ব-১৫ | ২ | (০) | ||||||||||||||
২০০৭–২০০৮ | জার্মানি অনূর্ধ্ব-১৬ | ৮ | (৩) | ||||||||||||||
২০০৮–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-১৭ | ১৩ | (৫) | ||||||||||||||
২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ২ | (0) | ||||||||||||||
২০১০– | জার্মানি | ৩৫ | (11) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:২২, ৩ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩:১৪, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
গোটজে বাভারিয়ার মেমিনজেন ১৯৯২ সালের ৩ জুন তারিখে জন্মগ্রহণ করেন। তার পিতা জার্গেন গোটজে ডর্টমুন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক।[৪][৫] তার বড় ভাই ফ্যাবিয়ান বর্তমানে এসপিভিজিজি আন্থারহ্যাসিং এর হয়ে খেলছেন,[৬] এছাড়াও তার ছোট ছাই ফ্যালিক্স বর্তমানে ডর্টমুন্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলছেন।[৭] গোটজে একজন খ্রীষ্টান ধর্মীয়।[৮][৯]
ক্লাব পারফরম্যান্স | লীগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ক্লাব | লীগ | মৌসুম | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | |
জার্মানি | লীগ | ডিএফবি-পকাল | ইউরোপ | অন্যান্য[ক] | মোট | ||||||||
বরুসিয়া ডর্টমুন্ড | বুন্দেসলিগা | ২০০৯–১০ | ৫ | ০ | ০ | ০ | ০ | ০ | — | ৫ | ০ | ||
২০১০–১১ | ৩৩ | ৬ | ২ | ০ | ৬ | ২ | — | ৪১ | ৮ | ||||
২০১১–১২ | ১৭ | ৬ | ২ | ১ | ৬ | ০ | ১ | ০ | ২৬ | ৭ | |||
২০১২–১৩ | ২৮ | ১০ | ৪ | ৪ | ১১ | ২ | ১ | ০ | ৪৪ | ১৬ | |||
সর্বমোট | ৮৩ | ২২ | ৮ | ৫ | ২৩ | ৪ | ২ | ০ | ১১৬ | ৩১ | |||
বায়ার্ন মিউনিখ | ২০১৩–১৪ | ২৭ | ১০ | ৪ | ১ | ১১ | ৩ | ২ | ১ | ৪৪ | ১৫ | ||
মোট | ২৭ | ১০ | ৪ | ১ | ১১ | ৩ | ২ | ১ | ৪৪ | ১৫ | |||
কর্মজীবনের পরিসংখ্যান | ১১০ | ৩২ | ১২ | ৬ | ৩৪ | ৭ | ৪ | ১ | ১৫৯ | ৪৭ |
জার্মানি জাতীয় দল | ||
---|---|---|
বছর | এপস | গোল |
২০১০ | ১ | ০ |
২০১১ | ১১ | ২ |
২০১২ | ৮ | ১ |
২০১৩ | ৬ | ৩ |
২০১৪ | ৯ | ৫ |
সর্বমোট | ৩৫ | ১১ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.