মারাঠি ভাষা
ইন্দো-আর্য ভাষা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মারাঠি (मराठी মরাঠি) একটি ধ্রুপদী ইন্দো-আর্য ভাষা। এটি হিন্দি ও বাংলার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের প্রায় ৭ কোটি অধিবাসী এই ভাষায় কথা বলেন। মহারাষ্ট্রের বাইরে আরও প্রায় ৩০ লক্ষ লোক এ ভাষায় কথা বলেন। ভারতের ভাষাগুলির ভাষাভাষী সংখ্যার বিচারে হিন্দি এবং বাংলার পরে মারাঠির অবস্থান তৃতীয়।[১]
মারাঠি | |
---|---|
मराठी | |
দেশোদ্ভব | ভারত |
অঞ্চল | মহারাষ্ট্র, গোয়ার অংশবিশেষ, গুজরাত, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ইসরায়েল |
মাতৃভাষী | ৭ কোটি মাতৃভাষী ৩০ লক্ষ লোকের দ্বিতীয় ভাষা |
দেবনাগরী লিপি, মোড়ি লিপি | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | মহারাষ্ট্র, ভারত |
নিয়ন্ত্রক সংস্থা | মহারাষ্ট্র সাহিত্য পরিষদ ও অপরাপর কয়েকটি সরকারি-বেসরকারি সারস্বত সংস্থা |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | mr |
আইএসও ৬৩৯-২ | mar |
আইএসও ৬৩৯-৩ | mar |
![]() |

বিস্তার
ভারতের বাইরে ইসরায়েল ও মরিশাস এ এটি প্রচলিত। বাংলা ভাষার মত মারাঠি ভাষার সাহিত্যও সুপ্রাচীন; দশম শতকে লেখা মারাঠি সাহিত্যের নিদর্শন পাওয়া গেছে।[২]
মারাঠি সংস্কৃত ভাষা থেকে মহারাষ্ট্রী প্রাকৃতের মধ্য দিয়ে উদ্ভূত হয়েছে। মহারাষ্ট্রী প্রাকৃত ভাষা খ্রিস্টীয় ১ম ও ২য় শতকে সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল। তখন এটিই ছিল ভারতের সবচেয়ে বহুল প্রচলিত প্রাকৃত ভাষা। ১৫শ ও ১৬শ শতকে এসে এই ভাষা বর্তমান মারাঠিতে রূপ নেয়।
স্বীকৃতি
মারাঠি ভারতের ২২টি সরকারি ভাষার ও ১৪টি আঞ্চলিক ভাষার একটি। এছাড়া গোয়া রাজ্যতে কোঙ্কণী ভাষার পাশাপাশি মারাঠিকেও সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। মহারাষ্ট্রের দৈনন্দিন যোগাযোগ, শিক্ষা, প্রশাসন, ব্যবসা, গণমাধ্যম ইত্যাদিতে এই ভাষাই প্রচলিত।
লিখন পদ্ধতি
দেবনগরী লিপি, দেবনগরী ব্রেইল।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.