মরযাওয়াঁ (বাংলা: মর‍তে হবে; পাঞ্জাবী: ਮਰਜਾਵਾਂ marjāvā̃) একটি আসন্ন হিন্দি ভাষার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন মিলাপ জাভেরি ও চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিংতারা সুতারিয়া[1][2][3][4][5][6] চলচ্চিত্রটি ২০১৯ সালের ৮ নভেম্বর মুক্তি পায়।[7][8]

দ্রুত তথ্য মরযাওয়াঁ, পরিচালক ...
মরযাওয়াঁ
Thumb
মরযাওয়াঁ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমিলাপ জাভেরি
প্রযোজক
  • ভূষণ কুমার
  • নিখিল আদভানি


রচয়িতামিলাপ জাভেরি
শ্রেষ্ঠাংশেরিতেশ দেশমুখ
সিদ্ধার্থ মালহোত্রা
রাকুল প্রীত সিং
তারা সুতারিয়া
সুরকাররাম সাম্পাথ
প্রশান্ত পিল্লাই
চিত্রগ্রাহকনিগাম বোমজান
সম্পাদকমাহির জাভেরি
প্রযোজনা
কোম্পানি
টি-সিরিজ
এম্মে এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ১৫ নভেম্বর ২০১৯ (2019-11-15)
দেশভারত
ভাষাহিন্দি
বন্ধ

অভিনয়ে

  • রিতেশ দেশমুখ - বিষ্ণু শেঠি
  • সিদ্ধার্থ মালহোত্রা - রঘুবীর "রঘু" নাথ
  • শাদ রাধাওয়া - মাজহার
  • রাকুল প্রীত সিং - হাসিনা
  • তারা সুতারিয়া - জোয়া আহমেদ
  • গোদান কুমার - রাজা
  • সুহা গেজেন - নাফিসা
  • বরিন্দর সিং ঘুমান - বীরেন্দ্র
  • অশ্বত্থ ভাট - ইন্সপেক্টর সিদ্দিকি
  • সোনাল ঝা - মোনা গুপ্তা
  • সৌরভ যাদব - যাদব
  • রাজেশ জৈস - ফাদার ফ্রান্সিস
  • অতুল মাথুর - তাওয়াডে
  • বিক্রমজিৎ কানওয়ারপাল - আশফাক
  • রবি কিষাণ - রবি যাদব
  • নুসরাত ভারুচা - 'অ্যায়সা জাদু' গানে বিশেষ উপস্থিতি

নির্মাণ

চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ ২০১৮ সালের ৭ ডিসেম্বর শুরু হয়।[9][10] এরপর চলচ্চিত্রটির দ্বিতীয় ধাপের চিত্রগ্রহণ পরের বছরের জানুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হয় এবং মার্চে গিয়ে শেষ হয়।[11][12]

মুক্তি

চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার ২০১৮ সালের ৩০ অক্টোবর মুক্তি পায় এবং সে দিন চলচ্চিত্রটি ২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়।[13]

সাউন্ডট্র্যাক

দ্রুত তথ্য মারজাওয়া, মুক্তির তারিখ ...
মারজাওয়া
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২৭ নভেম্বর ২০১৯[14]
শব্দধারণের সময়২০১৮–১৯
ঘরানাপ্রদর্শিত চলচ্চিত্র সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৫১:১০
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
প্রযোজকভূষণ কুমার
বহিঃস্থ অডিও
audio icon ইউটিউবে প্রাতিষ্ঠানিক সঙ্গীতের সিডি জুকবক্স
বন্ধ
আরও তথ্য গানের তালিকা, নং. ...
গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারসঙ্গীতশিল্পী(সমূহ)দৈর্ঘ্য
১."তুম হি আনা"কুনাল বর্মাপায়েল দেবজুবিন নটিয়াল৪:০৯
২."এঁক তো কাম জিন্দেগী"তনিষ্ক বাগচী, এ. এম. তুরাজতনিষ্ক বাগচীনেহা কক্কর, ইয়াশ নার্ভেকর৩:১০
৩."থোড়ি জাগাঁ"রেশ্মি বিরাগতনিষ্ক বাগচীঅরিজিৎ সিং৩:৩৮
৪."হাইয়া হো"তনিষ্ক বাগচীতনিষ্ক বাগচীতুলসী কুমার, জুবিন নটিয়াল২:৫০
৫."কিন্না সোনা"কুমারমীত ব্রাদার্সজুবিন নটিয়াল, ধ্বনি ভানুশালী৪:৩৩
৬."রঘুপতি রাঘব রাজা রাম"মনোজ মুনতাশিরতনিষ্ক বাগচীপলক মুছল৩:২৮
৭."হাসবি রাব্বি"প্রচলিতঅদিত্য দেবআলতামাশ ফরিদি, কামাল খান৫:০৪
৮."তুম হি আনা" (বিষণ্ণ সংস্করণ)কুনাল বর্মাপায়েল দেবজুবিন নটিয়াল১:২৩
৯."থোড়ি জাগাঁ" (মহিলা সংস্করণ)রেশ্মি বিরাগতনিষ্ক বাগচীতুলসী কুমার৩:৩৬
১০."তুম হি আনা" (দ্বৈত সংস্করণ)কুনাল বর্মাপায়েল দেবজুবিন নটিয়াল, ধ্বনি ভানুশালী৪:০৮
১১."হাসবি রাব্বি নাত"মুজতাবা আজিজ নাজাসঞ্জয় চৌধুরীমুজতাবা আজিজ নাজা১:১১
১২."তুম হি আনা" (আনন্দময় সংস্করণ)কুনাল বর্মাপায়েল দেবজুবিন নটিয়াল২:৪৯
১৩."পীয়ু দাথ কে"ইয়ো ইয়ো হানি সিং, ডোপ লিওইয়ো ইয়ো হানি সিংইয়ো ইয়ো হানি সিং, ঋতু পাঠক৩:৪৮
১৪."মাসাকালি ২.০"তনিষ্ক বাগচীতনিষ্ক বাগচীসচেত টন্ডন, তুলসী কুমার২:৫২
১৫."কিন্না সোন্না (আতিফ আসলাম সংস্করণ)"কুমারমীত ব্রাদার্সআতিফ আসলাম৪:৩১
মোট দৈর্ঘ্য:৫১:১০
বন্ধ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.