শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মান্দা উপজেলা

নওগাঁ জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মান্দা উপজেলা
Remove ads

মান্দা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা। মান্দা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত ২য় ঐতিহ্যবাহী উপজেলা। এটি নওগাঁ সদর উপজেলা ও রাজশাহীর বাগমারা উপজেলার মাঝখানে অবস্থিত

দ্রুত তথ্য মান্দা, Manda Upazila ...
Remove ads
Remove ads

অবস্থান ও আয়তন

৪১৩.৯৭ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট মান্দা উপজেলার উত্তরে মহাদেবপুর উপজেলা, দক্ষিণে রাজশাহী জেলার বাগমারা উপজেলামোহনপুর উপজেলা পূর্বে নওগাঁ সদর উপজেলা, পশ্চিমে নিয়ামতপুর উপজেলা

প্রশাসনিক এলাকা

মান্দা উপজেলায় মোট ১৪ টি ইউনিয়ন ,২৯৯ টি মৌজা ও ২৮৬ টি গ্রাম রয়েছে।

ইউনিয়ন গুলো হলঃ

  1. ভারশোঁ ইউনিয়ন
  2. ভালাইন ইউনিয়ন
  3. পরানপুর ইউনিয়ন
  4. মান্দা ইউনিয়ন
  5. গনেশপুর ইউনিয়ন
  6. মৈনম ইউনিয়ন
  7. প্রসাদপুর ইউনিয়ন
  8. কুশুম্বা ইউনিয়ন
  9. তেতুলিয়া ইউনিয়ন, মান্দা
  10. নুরুল্লাবাদ ইউনিয়ন
  11. কালিকাপুর ইউনিয়ন, মান্দা
  12. কাঁশোপাড়া ইউনিয়ন
  13. কশব ইউনিয়ন
  14. বিষ্ণুপুর ইউনিয়ন, মান্দা

ইতিহাস

‘মান্দা’ নামীয় কোন নির্দিষ্ট গ্রাম বা মৌজা না থাকলেও এ নামটি এখানকার কিংবদন্তিতে এক অন্যন্য স্থান জুড়ে আছে। প্রবাদ আছে যে, হিন্দু প্রধান বর্তমানের কসবা মান্দায় (নামান্তরে ঠাকুরমান্দা) যে রঘুনাথ মন্দির আছে, তার সেবাইত ছিলেন জনৈক “মানদাদেবী” এবং পুজারী ছিলেন জনৈক রঘুনাথ। এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে। এই মানোদা দেবীর কৃপা তথা সেবা লাভের আশায় সমবেত ভক্তগণের ভক্তি ভাবেদেয়া নামে এলাকার নাম হয় (মান্‌দা বা মান্দা)।

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা -৪,০০,৭৮৬ জন , পুরুষ -২,০৪,৪০১ জন , মহিলা- ১,৯৬,৩৮৫ জন ।

অর্থনীতি

মান্দার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর।

উপজেলার ঐতিহ্য


উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

যোগাযোগ সংক্রান্ত

পাকারাস্তা-২৩১.০০ কিঃ মিঃ, অর্ধপাকারাস্তা-৩৫.০০ কিঃ মিঃ, কাঁচারাস্তা-৪৭২০.০০ কিঃ মিঃ।[]

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

Loading content...

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads