Remove ads
১৯৭২ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মানুষের মন মোস্তফা মেহমুদ পরিচালিত ১৯৭২ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র।[1] ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং চিত্রনাট্য লিখেছেন মোস্তফা মেহমুদ। মমতা কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন এ বি সিদ্দিক এবং মোস্তফা মেহমুদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন, রোজী সামাদ, আনোয়ারা, খান জয়নুল প্রমুখ।[2]
মানুষের মন | |
---|---|
পরিচালক | মোস্তফা মেহমুদ |
প্রযোজক |
|
রচয়িতা | গাজী মাজহারুল আনোয়ার (সংলাপ) |
চিত্রনাট্যকার | মোস্তফা মেহমুদ |
কাহিনিকার | গাজী মাজহারুল আনোয়ার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | অরুণ রায় |
সম্পাদক | বশীর হোসেন |
প্রযোজনা কোম্পানি | মমতা কথাচিত্র |
মুক্তি | ১৪ ফেব্রুয়ারি ১৯৭২ |
স্থিতিকাল | ১৬১ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়। এটি স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র।[3]
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফেরদৌসী রহমান ও খুরশিদ আলম।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.