মানবজমিন (পত্রিকা)
বাংলাদেশের সংবাদপত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দৈনিক মানবজমিন হল বাংলাদেশের একটি অন্যতম দৈনিক ট্যাবলয়েড সংবাদপত্র। এটি নিয়মিতভাবে বাংলা ভাষায় ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে।[১] এটি দেশের প্রথম ও বৃহত্তম প্রচারিত দৈনিক বাংলা ট্যাবলয়েডক[›] পত্রিকা যেটি ৩,২৭০,০০০ মাসিক ওয়েবসাইট পড়ে থাকেন। ১৭৯ টি দেশ থেকে ৫,৯০,০০ জন দর্শক সারা পৃথিবীব্যাপী প্রতি মাসে ওয়েব সাইটে যান।[২][৩] যার ফলে এটি বিশ্বব্যাপী সর্বাধিক পড়া বাংলা ভাষার অনলাইন প্রকাশনার একটিতে পরিণত হয়েছে। এটি সনি পিকচার এবং ওয়ার্নার ব্রসের সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন মতিউর রহমান চৌধুরী। এটির সদরদপ্তর ঢাকা শহরের কারওয়ান বাজারে অবস্থিত।
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ট্যাবলয়েড |
প্রকাশক | মাহবুবা চৌধুরী |
প্রধান সম্পাদক | মতিউর রহমান চৌধুরী |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৮ |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | দৈনিক মানবজমিন ৪০ জেনিথ টাওয়ার, কাওরান বাজার ঢাকা বাংলাদেশ |
ওয়েবসাইট | www |

আরও দেখুন
তথ্যসূত্র
পাদটীকা
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.