মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল চট্টগ্রামের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।

দ্রুত তথ্য মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল, অবস্থান ...
মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল
অবস্থান
তথ্য
ধরনডিগ্রি মাদ্রাসা
প্রতিষ্ঠাকাল১৯৭৬
প্রতিষ্ঠাতাহযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ
অধ্যক্ষমুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী
বন্ধ

অবস্থান

এই মাদ্রাসা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাতে অবস্থিত।

ইতিহাস

১৯৬৭ সালে আল্লামা তৈয়্যব শাহ (রা) এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

অবকাঠামো

এই মাদ্রাসায় মোট ৬টি ভবন রয়েছে। সুপরিসর ১টি লাইব্রেরি; ১টি ছাত্রাবাস ও আইসিটি কক্ষ রয়েছে। মাদ্রাসার সম্মুখে রয়েছে মসজিদ ও বিশাল মাঠ।

ব্যবস্থাপনা

এই মাদ্রাসা আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। [১]

শিক্ষা কার্যক্রম

এই মাদ্রাসাটি ফাযিল (ডিগ্রি) স্তরের। এখানে দক্ষ, অভিজ্ঞ অধ্যাপক ও শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.