Remove ads
কীটপতঙ্গের বর্গ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রকৃত মাছি ডিপ্টেরা (ডি = দ্বি, টেরন = পক্ষ) বর্গভুক্ত একটি পতঙ্গ, যার কিনা মেসোথোরাক্সে এক জোড়া পাখা আছে আর মেটাথোরাক্সে পেছনের পাখা হতে উদ্ভূত এক জোড়া হ্যালটেয়ার (halteres) আছে।
মাছি সময়গত পরিসীমা: ২৪.৫–০কোটি Middle Triassic - Recent | |
---|---|
ষোলটি ভিন্ন প্রজাতির মাছির চিত্র সংবলিত পোস্টার | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | আর্থ্রোপোডা |
শ্রেণী: | ইনসেক্ট বা পতঙ্গ |
উপশ্রেণী: | টেরিগোটা |
অধঃশ্রেণী: | নিওপ্টেরা |
মহাবর্গ: | এন্ডোপ্টেরিগোটা |
বর্গ: | ডিপ্টেরা লিনিয়াস, ১৭৫৮ |
উপবর্গ | |
নিমাটোসেরা (ইউডিপ্টেরা সমেত) |
মাছির এক জোড়া পাখাই একে মাছি জাতীয় অন্যান্য পতঙ্গ (যেমন: ফড়িং, ঘাসফড়িং, প্রজাপতি ইত্যাদি) থেকে আলাদা করেছে।
ডিপ্টেরা একটি বৃহৎ বর্গ, প্রায় ২৪০,০০০ প্রজাতিবিশিষ্ট, যার মধ্যে কেবল অর্ধেকের বর্ণনা প্রদান করা হয়েছে[1]। এটি পরিবেশগত দিক থেকে এবং মানুষের জন্যে (চিকিৎসা ও অর্থনৈতিক) খুবই গুরুত্বপূর্ণ একটি পতঙ্গ বর্গ। বিশেষত কিউলিসিডা মশা বিভিন্ন রকম রোগের বাহক হিসাবে কাজ করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.