মাগরিবের নামাজ

ইসলাম ধর্মে দিনের প্রথম নামাজ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মাগরিবের নামাজ

মাগরিবের নামাজ (আরবি: صلاة ‌ المغرب; সালাতুল মাগরিব) মুসলিমদের অবশ্য পালনীয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম। নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। দৈনিক নামাজগুলোর মধ্যে এটি চতুর্থ। এটি সূর্যাস্তের পর আদায় করা হয়।

Thumb
ইসলামে বিশ্বাসী প্রত্যেকের অবশ্য পালনীয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম মাগরিব নামাজ, যা সূর্য পশ্চিম দিকে সম্পূর্ণ অস্ত গেলে আদায় করা যায়।

রাকআত সংখ্যা

মাগরিব নামাজ মোট সাত রাকাত। তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল নিয়ে গঠিত[]। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়। তবে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকলে শুধুমাত্র তিন রাকাত ফরজ আদায় করতে পারে।

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.