মহিষাদল বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মহিষাদল (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র।
মহিষাদল | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১১′ উত্তর ৮৭°৫৯′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পূর্ব মেদিনীপুর |
কেন্দ্র নং. | ২০৮ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৩০. তমলুক |
নির্বাচনী বছর | ১৮৯,৭৯৪ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২০৮ নং মহিষাদল বিধানসভা কেন্দ্রটি মহিষাদল এবং হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। [১]
মহিষাদল বিধানসভা কেন্দ্রটি ৩০ নং তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | মহিষাদল | কুমার দেব প্রসাদ গার্গ | নির্দল [২] |
১৯৫৭ | ডা. প্রফুল্ল চন্দ্র ঘোষ | প্রজা সোশ্যালিস্ট পার্টি [৩] | |
মহতাব চন্দ্র দাস | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | ||
১৯৬২ | সুশীল কুমার ধাড়া | ভারতীয় জাতীয় কংগ্রেস [৪] | |
১৯৬৭ | সুশীল কুমার ধাড়া | বাংলা কংগ্রেস [৫] | |
১৯৬৯ | সুশীল কুমার ধাড়া | বাংলা কংগ্রেস[৬] | |
১৯৭১ | সুশীল কুমার ধাড়া | বাংলা কংগ্রেস[৭] | |
১৯৭২ | অহিন্দ্র মিশ্র | ভারতীয় জাতীয় কংগ্রেস[৮] | |
১৯৭৭ | শাশ্বতী বাগ | জনতা পার্টি[৯] | |
১৯৮২ | দীনবন্ধু মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০] | |
১৯৮৭ | সূর্য চক্রবর্তী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১১] | |
১৯৯১ | সুকুমার দাস | ভারতীয় জাতীয় কংগ্রেস[১২] | |
১৯৯৬ | সুকুমার দাস | ভারতীয় জাতীয় কংগ্রেস[১৩] | |
২০০১ | দীপক কুমার ঘোষ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৪] | |
২০০৬ | তমালিকা পান্ডা শেঠ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৫] | |
২০১১ | সুদর্শন ঘোষ দস্তিদার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬] | |
২০১৬ | সুদর্শন ঘোষ দস্তিদার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬] |
নির্বাচনী ফলাফল
সারাংশ
প্রসঙ্গ
২০১১
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের ডা. সুদর্শন ঘোষ দস্তিদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর তমালিকা পান্ডা শেঠকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | ডা. সুদর্শন ঘোষ দস্তিদার | ৯৫,৬৪০ | ৫৫.২৯ | +৫.৪৯# | |
সিপিআই(এম) | তমালিকা পান্ডা শেঠ | ৬৭,৪৭৮ | ৩৯.০১ | -৯.৯৮ | |
বিজেপি | প্রসেনজিৎ সামন্ত | ৫,৭৮৩ | ৩.৩৪ | ||
পিডিসিআই | শেখ আজাদ আলি | ১,৮৭৫ | |||
নির্দল | কেরামাত বকস মল্লিক | ১,৪৩৬ | |||
পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম | সুকুমার চৌল্যা | ৭৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৭২,৯৯৪ | ৯১.১৫ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | ১৫.৪৭# |
১৯৭৭-২০০৬
২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে,[১৫] সিপিআই (এম) এর তমালিকা পান্ডা শেঠ মহিষাদল কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বুদ্ধদেব ভৌমিককে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দীপক কুমার ঘোষ ২০০১ সালে সিপিআই (এম) এর ডা. সুব্রত মাইতিকে পরাজিত করেন।[২০] ১৯৯৬[১৩] এবং ১৯৯১ সালে[১২] কংগ্রেসের সুকুমার দাস সিপিআই (এম) এর সূর্য চক্রবর্তীকে পরাজিত করেন। সিপিআই (এম) এর সূর্য চক্রবর্তী ১৯৮৭ সালে কংগ্রেসের সুকুমার দাসকে পরাজিত করেন।[১১] সিপিআই (এম) এর দীনবন্ধু মন্ডল ১৯৮২ সালে কংগ্রেসের রমনী মোহন মাইতিকে পরাজিত করেন।[১০] জনতা পার্টির শাশ্বতী বাগ ১৯৭৭ সালে সিপিআই (এম) এর দীনবন্ধু মন্ডলকে পরাজিত করেন।[৯][২১]
১৯৫১-১৯৭২
১৯৭২ সালে কংগ্রেসের অহিন্দ্র মিশ্র জয়ী হন।[৮] বাংলা কংগ্রেসের সুশীল কুমার ধাড়া ১৯৭১,[৭] ১৯৬৯[৬] এবং ১৯৬৭ সালে[৫] জয়ী হন এবং ১৯৬২ সালে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন।[৪] ১৯৫৭ সালে মহিষাদল যৌথ আসন ছিল। পিএসপি এর ডা. প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং কংগ্রেসের মহতাব চন্দ্র দাস উভয়ই জয়ী হন।[৩] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে, নির্দল প্রার্থী কুমার দেব প্রসাদ গার্গ মহিষাদল কেন্দ্র থেকে জয়ী হয়।[২][২২]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.