মহিষাদল বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মহিষাদল বিধানসভা কেন্দ্রmap

মহিষাদল (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র

দ্রুত তথ্য মহিষাদল, দেশ ...
মহিষাদল
বিধানসভা কেন্দ্র
Thumb
মহিষাদল
Thumb
মহিষাদল
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১১′ উত্তর ৮৭°৫৯′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপূর্ব মেদিনীপুর
কেন্দ্র নং.২০৮
আসনখোলা
লোকসভা কেন্দ্র৩০. তমলুক
নির্বাচনী বছর১৮৯,৭৯৪ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২০৮ নং মহিষাদল বিধানসভা কেন্দ্রটি মহিষাদল এবং হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। []

মহিষাদল বিধানসভা কেন্দ্রটি ৩০ নং তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১মহিষাদলকুমার দেব প্রসাদ গার্গনির্দল []
১৯৫৭ডা. প্রফুল্ল চন্দ্র ঘোষপ্রজা সোশ্যালিস্ট পার্টি []
মহতাব চন্দ্র দাসভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬২সুশীল কুমার ধাড়াভারতীয় জাতীয় কংগ্রেস []
১৯৬৭সুশীল কুমার ধাড়াবাংলা কংগ্রেস []
১৯৬৯সুশীল কুমার ধাড়াবাংলা কংগ্রেস[]
১৯৭১সুশীল কুমার ধাড়াবাংলা কংগ্রেস[]
১৯৭২অহিন্দ্র মিশ্রভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭৭শাশ্বতী বাগজনতা পার্টি[]
১৯৮২দীনবন্ধু মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০]
১৯৮৭সূর্য চক্রবর্তীভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১১]
১৯৯১সুকুমার দাসভারতীয় জাতীয় কংগ্রেস[১২]
১৯৯৬সুকুমার দাসভারতীয় জাতীয় কংগ্রেস[১৩]
২০০১দীপক কুমার ঘোষসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৪]
২০০৬তমালিকা পান্ডা শেঠভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৫]
২০১১সুদর্শন ঘোষ দস্তিদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬]
২০১৬সুদর্শন ঘোষ দস্তিদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬]
বন্ধ

নির্বাচনী ফলাফল

সারাংশ
প্রসঙ্গ

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের ডা. সুদর্শন ঘোষ দস্তিদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর তমালিকা পান্ডা শেঠকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: মহিষাদল কেন্দ্র [১৭][১৮][১৯]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল ডা. সুদর্শন ঘোষ দস্তিদার ৯৫,৬৪০ ৫৫.২৯ +৫.৪৯#
সিপিআই(এম) তমালিকা পান্ডা শেঠ ৬৭,৪৭৮ ৩৯.০১ -৯.৯৮
বিজেপি প্রসেনজিৎ সামন্ত ৫,৭৮৩ ৩.৩৪
পিডিসিআই শেখ আজাদ আলি ১,৮৭৫
নির্দল কেরামাত বকস মল্লিক ১,৪৩৬
পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম সুকুমার চৌল্যা ৭৮
ভোটার উপস্থিতি ১,৭২,৯৯৪ ৯১.১৫
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং ১৫.৪৭#
বন্ধ

১৯৭৭-২০০৬

২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে,[১৫] সিপিআই (এম) এর তমালিকা পান্ডা শেঠ মহিষাদল কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বুদ্ধদেব ভৌমিককে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দীপক কুমার ঘোষ ২০০১ সালে সিপিআই (এম) এর ডা. সুব্রত মাইতিকে পরাজিত করেন।[২০] ১৯৯৬[১৩] এবং ১৯৯১ সালে[১২] কংগ্রেসের সুকুমার দাস সিপিআই (এম) এর সূর্য চক্রবর্তীকে পরাজিত করেন। সিপিআই (এম) এর সূর্য চক্রবর্তী ১৯৮৭ সালে কংগ্রেসের সুকুমার দাসকে পরাজিত করেন।[১১] সিপিআই (এম) এর দীনবন্ধু মন্ডল ১৯৮২ সালে কংগ্রেসের রমনী মোহন মাইতিকে পরাজিত করেন।[১০] জনতা পার্টির শাশ্বতী বাগ ১৯৭৭ সালে সিপিআই (এম) এর দীনবন্ধু মন্ডলকে পরাজিত করেন।[][২১]

১৯৫১-১৯৭২

১৯৭২ সালে কংগ্রেসের অহিন্দ্র মিশ্র জয়ী হন।[] বাংলা কংগ্রেসের সুশীল কুমার ধাড়া ১৯৭১,[] ১৯৬৯[] এবং ১৯৬৭ সালে[] জয়ী হন এবং ১৯৬২ সালে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন।[] ১৯৫৭ সালে মহিষাদল যৌথ আসন ছিল। পিএসপি এর ডা. প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং কংগ্রেসের মহতাব চন্দ্র দাস উভয়ই জয়ী হন।[] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে, নির্দল প্রার্থী কুমার দেব প্রসাদ গার্গ মহিষাদল কেন্দ্র থেকে জয়ী হয়।[][২২]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.