মসাগ্রাম
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মসাগ্রাম (ইংরেজি: Masagram) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর দক্ষিণ মহকুমার জামালপুর ব্লকের আজহাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি শহর। মসাগ্রাম থেকে প্রথম চন্দ্রগুপ্তের একটি মুদ্রা আবিষ্কৃত হয়েছে, যা বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত রয়েছে।[১]
মসাগ্রাম | |
---|---|
![]() | |
অবস্থান পশ্চিমবঙ্গে ও ভারতে | |
স্থানাঙ্ক: ২৩.১৩৮৩৮৬৮° উত্তর ৮৮.০৩০৭০০৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পূর্ব বর্ধমান |
সরকার | |
• ধরন | গ্রাম পঞ্চায়েত |
• শাসক | আজহাপুর গ্রাম পঞ্চায়েত |
আয়তন | |
• মোট | ৩.৮২ বর্গকিমি (১.৪৭ বর্গমাইল) |
এলাকার ক্রম | ১৬ তম (জামালপুর ব্লক) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৩১০ |
• ক্রম | ১২ তম (জামালপুর ব্লক) |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা |
সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭১৩৪০১ |
যানবাহন নিবন্ধন | ডব্লুবি (WB) |
ওয়েবসাইট | bardhaman |
ভূ-উপাত্ত
মসাগ্রাম ২৩°০৮′১৮″ উত্তর ৮৮°০১′৫১″ পূর্ব এ অবস্থিত।
এটি দামোদর নদীর তীরে অবস্থিত।এটি পালসিট থেকে প্রায় ৭ কিলোমিটার (৪.৩ মাইল) দক্ষিণে এবং শক্তিগড় থেকে ১২ কিলোমিটার (৭.৫ মাইল) দূরে অবস্থিত। [২]
জনসংখ্যা
মসাগ্রাম ৪৩১০ জনসংখ্যার সাথে জামালপুর ব্লকের ১২ তম জনসংখ্যাবিশিষ্ট গ্রাম, যা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত।মসাগ্রাম গ্রামের মোট ভৌগোলিক এলাকা ৩.৮২ বর্গ কিলোমিটার এবং এটি ব্লকের এলাকায় ১৬ তম বৃহত্তম গ্রাম।গ্রামের জনসংখ্যা ঘনত্ব প্রতি কিলোমিটারে ১১২৮ জন।[৩]
যোগাযোগ
বর্ধমান জংশন রেল স্টেশন থেকে মসাগ্রাম রেলওয়ে স্টেশন ২৩ কিলোমিটার (১৪ মাইল) এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ৭২ কিলোমিটার (৪৫ মাইল) দূরে অবস্থিত। [৪][৫] এটি বাঁকুড়া-মসাগ্রাম লাইনের নির্মানস শেষে একটি টার্মিনা্ল স্টেশন (নির্মাণাধীন) হবে। [৬]
এটি এনএইচ ১৯-এ অবস্থিত এবং একটি রাস্তা মেমারীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পরিণত হয়।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.