মরিসভিলে, নর্থ ক্যারোলাইনা
নর্থ ক্যারোলিনা প্রদেশের শহর, আমেরিকা যুক্তরাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নর্থ ক্যারোলিনা প্রদেশের শহর, আমেরিকা যুক্তরাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মরিসভিলে প্রাথমিকভাবে ওয়েক কাউন্টি, নর্থ ক্যারোলাইনায় অবস্থিত যার একটি ছোট অংশ প্রতিবেশী নর্থ ক্যারোলাইনার ডারহাম কাউন্টি পর্যন্ত বিস্তৃত। [4][5] ২০১০ সালের যুক্তরাষ্ট্রের জনসংখ্যার পরিসংখ্যান অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ১৮,৫৭৬ [6] যুক্তরাষ্ট্র পরিসংখ্যান ব্যুরো ২০১৩ সালের ১ জুলাই অনুমান করেন যে, এর জনসংখ্যা প্রায় ২১,৯৩২ [7]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। |
নিম্নলিখিত নিবন্ধটির বর্তমানে "অন্য ভাষা" থেকে বাংলায় অনুবাদের কাজ চলছে। দয়া করে এটি অনুবাদ করে আমাদেরকে সহায়তা করুন। যদি অনুবাদ করা শেষ হয়ে থাকে তাহলে এই নোটিশটি সরিয়ে নিন। |
মরিসভিলে | |
---|---|
শহর | |
নীতিবাক্য: "Live Connected. Live Well." | |
ওয়েক কাউন্ট্রি এবং নর্থ ক্যারোলাইনা রাজ্যের অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৫°৪৯′৩৯″ উত্তর ৭৮°৪৯′৪৪″ পশ্চিম | |
Country | যুক্তরাষ্ট্র |
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য | নর্থ ক্যারোলাইনা |
সরকার | |
• মেয়র | টি.জে. কাউলী |
আয়তন | |
• মোট | ৮.৩ বর্গমাইল (২১.৫ বর্গকিমি) |
• স্থলভাগ | ৮.৩ বর্গমাইল (২১.৪ বর্গকিমি) |
• জলভাগ | ০.০৪ বর্গমাইল (০.১ বর্গকিমি) |
উচ্চতা | ২৯৯ ফুট (৯১ মিটার) |
জনসংখ্যা (২০১০) | |
• মোট | ১৮,৫৭৬ |
• আনুমানিক (২০১৬)[1] | ২৪,৭৩২ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গমাইল (৮৬০/বর্গকিমি) |
সময় অঞ্চল | পূর্বাঞ্চলীয় (ইএসটি) (ইউটিসি−৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি−৪) |
ZIP codes | ২৭৫১৯, ২৭৫৬০ |
এলাকা কোড | ৯১৯ & ৯৮৪ |
এফআইপিএস কোড | ৩৭-৪৪৫২০[2] |
GNIS feature ID | ১০২১৫৩৭[3] |
ওয়েবসাইট | www |
এলাকাটি মূলত ১৮৫২ সালে জেরেমিয়া মরিস এর নামানুসারে নামকরণ করা হয়েছে। মরিস নর্থ ক্যারোলাইনা রেলরোডকে কিছু জমি দান করেছিলেন একটি ডিপো, পানির টাওয়ার ও অন্যান্য বিল্ডিংয়ের জন্য। রেল লাইন ও ইন্টারসেকশন রোডের পাশে এর অবস্থান হওয়ায় শহরটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চাপেল হিল, রালেইগ, এবং হিলসবরগ এর দিকে বাড়তে লাগল। [8]
মার্কিন আদমশুমারি দপ্তর অনুসারে শহরটির মোট আয়তন ৮.৩ বর্গমাইল (২১.৫ কিমি২), যার মধ্যে ৮.৩ বর্গমাইল (২১.৪ কিমি২) হচ্ছে ভূমি এবং ০.০৪ বর্গমাইল (০.১ কিমি২), অথবা ০.৬২%, পানি।[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.