ময়ূরভঞ্জ জেলা
ওড়িশার একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওড়িশার একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ময়ূরভঞ্জ জেলা (ওড়িয়া: ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା) ভারতের ওড়িশা রাজ্যের বৃহত্তম জেলা, যার সদর দপ্তর বারিপাড়ায় অবস্থিত। ১০ হাজার ৪১৮ বর্গ কিলোমিটার ক্ষেত্র বিশিষ্ট এই জেলার বিধানসভা সংখ্যা ৯টি। এ জেলায় রয়েছে ২৬টি ব্লক ও ৩৮২টি গ্রাম পঞ্চায়েত। বর্তমানে জেলার কালেক্টার হলো রাজেস প্রভাকর পাটিল। ২০১১ সালের জনগণনা মতে জেলার জনসংখ্যা ২৫ লক্ষ ১৩ হাজার ৮৯৩ জন। শ্রীরামচন্দ্র ভঞ্জ দেউ এই জেলার বিখ্যাত ব্যক্তিত্ব। তাঁর প্রথম পত্নীর মৃত্যুর পরে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন বাংলার প্রখ্যাত ব্রাহ্ম সমাজ নেতা ও ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেনের কন্যা সুচারু দেবীকে। সুচারু দেবীকে লেখা মহারাজা রামচন্দ্রের পত্রগুলি পত্রসাহিত্যের সম্পদ হয়ে আছে।[তথ্যসূত্র প্রয়োজন]
ময়ুরভঞ্জ জেলা ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା | |
---|---|
জেলা | |
নীল রঙে ময়ুরভঞ্জ জেলা, ওড়িশা | |
স্থানাঙ্ক: ২১.৯৩৩° উত্তর ৮৬.৭৩৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | ওড়িশা |
সদরদপ্তর | বারিপদ |
সরকার | |
• কালেক্টর | রাজেশ প্রভাকর পাটিল |
• লোকসভার সদস্য | রামাচন্দ্র হান্সদাহ |
আয়তন | |
• মোট | ১০,৪১৮ বর্গকিমি (৪,০২২ বর্গমাইল) |
উচ্চতা | ৫৫৬.১৯ মিটার (১,৮২৪.৭৭ ফুট) |
ভাষা | |
• দাপ্তরিক | ওড়িয়া, হিন্দি, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৫৭*** |
যানবাহন নিবন্ধন | ওআর-১১/ওডি-১১ |
লিঙ্গানুপাত | ১,০০৫ ♂/♀ |
শিক্ষার হার | ৬৩.৯৮% |
লোকসভা নির্বাচনক্ষেত্র | ময়ুরভঞ্জ |
বিধানসভা নির্বাচনক্ষেত্র | ০৯ |
Climate | Aw (Köppen) |
Precipitation | ১,৬৪৫.২ মিলিমিটার (৬৪.৭৭ ইঞ্চি) |
ওয়েবসাইট | www |
জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলা৷ জেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলা৷ জেলাটির পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলা৷ জেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলা৷ জেলাটির দক্ষিণে, দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ও পশ্চিমে ওড়িশা রাজ্যের কেন্দুঝর জেলা জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলা৷[1]
জেলাটির আয়তন ১০৪১৮ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৬.৬৯%৷
ময়ুরভঞ্জ জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
মোট জনসংখ্যা ২২২৩৪৫৬(২০০১ জনগণনা) ও ২৫১৯৭৩৮(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ৩য়৷ ওড়িশা রাজ্যের ৬.০০% লোক ময়ুরভঞ্জ জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২১৩ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৪২ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৩.৩৩%, যা ১৯৯১-২০১১ সালের ১৭.৯৮% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০০৬(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬০৷[3]
জেলাটির স্বাক্ষরতা হার ৫১.৯১%(২০০১) তথা ৬৩.১৭%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৬৫.৭৬%(২০০১) তথা ৭৩.৭৬%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩৭.৮৪%(২০০১) তথা ৫২.৭১% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৩.৯৬%৷[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.