শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ময়মনসিংহ কমিউটার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

ময়মনসিংহ কমিউটার (ট্রেন নাম্বার-৯১/৯২) বাংলাদেশ রেলওয়ের একটি সল্পদূরত্বে চলাচল কারী একটি যাত্রীবাহী ট্রেন।[] এই ট্রেনটি ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত চলাচল করতো যা ২০১৯ সালের শেষ দিকে বন্ধ হয়ে যায়।[]

দ্রুত তথ্য সংক্ষিপ্ত বিবরণ, পরিষেবা ধরন ...
Remove ads

ইতিহাস

ময়মনসিংহ কমিউটার ট্রেন সার্ভিস নামের ডেমু ট্রেন সার্ভিসটি ২১ জুলাই ২০১৩ সালে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক এমপি। এই ট্রেনে দুটি ইউনিটে চারটি ইঞ্জিন, ২৯৮টি আসন এবং দাঁড়ানো অবস্থায় আরো ৩০২ জনসহ মোট ৬০০ যাত্রী চলাচলের সুযোগ রয়েছে।

যাত্রাপথ

ময়মনসিংহ কমিউটার নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইনে চলাচল করত।

স্টেশন তালিকা

ময়মনসিংহ কমিউটার যেসকল স্টেশন দিয়ে চলাচল করত:

তথ্যসূত্র

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads