Loading AI tools
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ২০১৮-এর চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মনে রেখো ২০১৮ সালে ঈদ-উদ-আযহায় মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মাহিয়া মাহী, বনি সেনগুপ্ত ও জয়ী দেব রায়। যদিও এটি ২০১৭ সালে নির্মিত হয়েছিল।[2][3] এর গীতিকার এস এ হক অলিক ও সুদীপ কুমার দীপ। এই ছবির নৃত্য পরিচালক আদিল শেখ ও নিবেদক ইষিতা।
মনে রেখো | |
---|---|
পরিচালক | ওয়াজেদ আলী সুমন |
প্রযোজক | হার্টবিট প্রোডাকশন |
কাহিনিকার | দিল মোহাম্মদ দিল |
শ্রেষ্ঠাংশে | বনি সেনগুপ্ত মাহিয়া মাহী |
সুরকার | আকাশ সেন, হৃদয় খান,আলী আকরাম শুভ |
পরিবেশক | হার্টবিট প্রোডাকশন |
মুক্তি | ২২ আগস্ট, ২০১৮ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ১-১.৫ কোটি (আনুমানিক)[1] |
কলেজভিত্তিক ত্রিকোণ প্রেমকাহিনি। মূলত জয়ী ও বনির মধ্যে মাহিয়া কে নিয়ে দ্বন্দ্ব চলে। একদিন রেস্টুরেন্টে জয়ী ও তার গুন্ডারা মাহিয়া কে আক্রমণ করলে বনি গুন্ডাদের মেরে বাড়ি পাঠিয়ে দেয়। জয়ী পা দিয়ে লাথি মেরে বনিকে শায়েস্তা করতে গেলে তার হাত মুচড়ে দেয় বনি। ইতিমধ্যেই জয়ী র বাবা ও বোন সেখানে উপস্থিত হয়। জয়ী র বোন দাদার অসম্মান সহ্য করতে না পেরে গুলি চালায় বনিকে উদ্দেশ্য করে। কিন্তু বনি জয়ী কে গুলির সামনে ঠেলে দেয়। জয়ীর পিঠে গুলি লাগে ও মাটিতে লুটিয়ে পড়ে।
এই ছবিতে গান ৪ টি।সেগুলি হল -
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "মনে রেখো[4]" | এস এ হক অলিক | হৃদয় খান,মিলা ইসলাম | ২:৩৫ |
২. | "বন্ধু বিনা[5]" | এস এ হক অলিক | আকাশ,দিলশাদ নাহার কনা | ৪:৫৪ |
৩. | "করবো রাতে কল [6]" | এস এ হক অলিক | আকাশ,ঐশ্বরিয়া | ২:৩০ |
৪. | "একটা গার্লফ্রেন্ড আমার চাই[7]" | এস এ হক অলিক | ইমরান মাহমুদুল,দিলশাদ নাহার কনা | ২:২১ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.