মধ্যযুগীয় দর্শন
মধ্যযুগে দর্শনতত্বের অগ্রগতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
খ্রীস্টপূর্ব ষষ্ঠ শতাব্দি থেকে গ্রিক গণ স্বাধীনভাবে যে দর্শন চর্চা করে এসেছিলো, রোম সাম্রাজ্যের পতনের সাথে সাথে তা নিশ্চল হয়ে যায়। ৫২৯ খ্রী: রোমান সম্রাট জাষ্টিনিয়াস সকল গ্রিক স্কুল ভেঙ্গে দেন। স্বাধিনভাবে দর্শন চর্চার পঠ রূদ্ধ করার ফলে দর্শন হয়ে পড়ে ধর্ম ভিত্তিক। এরুপ চলতে থাকে ষোল শতক পর্যন্ত। ঐতিহাসিকগণন পাঁচ থেকে ষোল শতক পর্যন্ত এ যুগ কে দর্শনের মধ্যযুগ বলে অভিহিত করেন।

মধ্যযুগীয় দর্শনের প্রকারভেদ
মধ্যযুগীয় দর্শন সাধারণত ২ ভাগে বিভক্ত: ১ প্রাচীন যাজকদের যুগ। ২ স্কলাষ্টিক যুগ।
প্রাচীন যাজক যুগ
ষষ্ঠ থেকে নবম শতাব্দী পর্যন্ত এই যুগ বিস্তৃত। এ যুগের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ ও প্রকৃত দার্শনিক হলেন সেন্ট অগাস্টিন।
স্কলাস্টিক যুগ
নবম থেকে চতু্র্দশ শতাব্দি পর্যন্ত এই যুগের বিস্তৃতি ধরা হয়। এই যুগের দর্শন মুলত: ধর্মযাজক ও সন্যাসীদের দর্শন। সেন্ট আনসেলম ও সেন্ট টমাস একুইনাস এই যুগের শ্রেষ্ঠতম দার্শনিক।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.