মধ্যমকাবতার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মধ্যমকাবতার বা দ্বু-মা-লা-'জুগ-পা (ওয়াইলি: dBu-ma-la ‘Jug-pa) চন্দ্রকীর্তি নামক বিখ্যাত ভারতীয় বৌদ্ধ পণ্ডিত দ্বারা রচিত একটি গুরুত্বপূর্ণ মধ্যমক দর্শন সম্বন্ধীয় গ্রন্থ।

সংক্ষিপ্ত বর্ণনা

মধ্যমকাবতার গ্রন্থটি দশভূমিকাসূত্রশাস্ত্র নামক অবতংসকসূত্রের একটি অধ্যায় এবং নাগার্জুনের মূলমধ্যমককারিকা নামক গ্রন্থের ওপর টীকাভাষ্য বিশেষ।[][] এই গ্রন্থে শূন্যতা সম্বন্ধে মধ্যমক তত্ত্বের সঙ্গে বোধিসত্ত্বের সাধনাকে সংযোগ করা হয়েছে। এই গ্রন্থে এগারোটি অধ্যায়ের মধ্যে প্রথম দশটিতে একজন বোধিসত্ত্ব যে দশটি ভূমির মধ্য দিয়ে বুদ্ধত্ব লাভ করেন, তাঁর বর্ণনা করা হয়েছে। একাদশ অধ্যায়ে বুদ্ধত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে।[][]

তথ্যসূত্র

আরো পড়ুন

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.