শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মথুরা জেলা

উত্তর প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মথুরা জেলাmap
Remove ads

মথুরা জেলা (হিন্দি: मथुरा ज़िला, প্রতিবর্ণীকৃত: মথুরা জ়িলা, উর্দু: متھرا ضلع) হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা। এই জেলার সদর মথুরা শহর। এই জেলাটি আগ্রা বিভাগের অংশ।

দ্রুত তথ্য মথুরা জেলা मथुरा ज़िला متھرا ضلع, দেশ ...
Remove ads
Thumb
কুসুমা সরোবর ঘাট

মথুরা জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র আছে: বলদেও, মানত, গোবর্ধন, ছাতা ও মথুরা। জেলার চারটি পঞ্চায়েত সমিতি হল মহাওয়ান, মানত, ছাতা ও মথুরা। মথুরা, বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও প্রভৃতি এই জেলার দর্শনীয় স্থান।

Remove ads

জনপরিসংখ্যান

২০১১ সালের জনগণনা অনুসারে, মথুরা জেলার জনসংখ্যা ২,৫৪১,৮৯৪।[] এই জনসংখ্যা কুয়েত রাষ্ট্র[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের সমান।[] ভারতের ৬৪০টি জেলার মধ্যে জনসংখ্যার হিসেবে এই জেলার স্থান ১৬৭তম।[] জেলার জনঘনত্ব ৭৬১ জন প্রতি বর্গকিলোমিটার (১,৯৭০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ২২.৫৩%।[] মথুরার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৫৮ জন মহিলা।[] সাক্ষরতার হার ৭২.৬৫%.[]

Remove ads

ভাষা

মথুরা ও আশেপাশের অঞ্চলের মানুষ ব্রজ ভাষায় কথা বলেন।

খাবার

মথুরায় রাবড়ি, পেঁড়া, খাজা ও পেঠা ভালো পাওয়া যায়।

পাদটীকা

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads