ভোডাফোন ইন্ডিয়া

ভারতীয় টেলিযোগাযোগ সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ভোডাফোন ইন্ডিয়া ছিল ভারতের একটি মোবাইল অপারেটর। ২৩টি টেলিকম বৃত্তে পরিষেবা দানকারী এই সংস্থার প্রধান কার্যালয় মুম্বই শহরে অবস্থিত ছিল।[2] ভোডাফোন এসারের মালিক ভোডাফোন গোষ্ঠী (৬৭%) ও এসার গোষ্ঠী (৩৩%)। রাজস্বের বিচারের ভারতী এয়ারটেলের পর ভারতে এই সংস্থার স্থান দ্বিতীয় এবং গ্রাহক সংখ্যার বিচারে তৃতীয়।[3] ২০০৯ সালের ৩১ জুনের হিসেব অনুযায়ী, ভোডাফোন ইন্ডিয়ার গ্রাহক বাজার শেয়ার ১৮.৮% ও রাজস্ব বাজার শেয়ার ২০.৭%।[4]

দ্রুত তথ্য ধরন, শিল্প ...
ভোডাফোন এসার লিমিটেড
ধরনলিমিটেড
শিল্পমোবাইল টেলিযোগাযোগ
প্রতিষ্ঠাকাল১৯৯৪ সালে হাচিনসন এসার নামে
প্রতিষ্ঠাতাHutchison Whampoa
Max Group 
বিলুপ্তিকাল৭ সেপ্টেম্বর ২০২০ 
সদরদপ্তরমুম্বই, মহারাষ্ট্র, ভারত
পণ্যসমূহমোবাইল নেটওয়ার্ক,
টেলিকম পরিষেবা, ইত্যাদি
মালিকভোডাফোন গোষ্ঠী (৬৭%)
এসার গোষ্ঠী (৩৩%)
কর্মীসংখ্যা
১০,০০০ – ৩১ মার্চ, ২০০৯[1]
ওয়েবসাইটwww.vodafone.in
বন্ধ

২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি রিলায়েন্স কমিউনিকেশন ও হিন্দুজা গোষ্ঠীকে পিছনে ফেলে ভোডাফোন ১১.১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হাচিনসন-এসারে লি কা সিঙের ৬৭% কর্তৃত্বভাগ কিনে নেয়। এসার গোষ্ঠীর হাতে রয়ে যায় মাত্র ৩৩% ভাগ। সমগ্র কোম্পানিটির মূল্য ছিল ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার।[5] ২০০৮ সালের ৮ মে হস্তান্তর সমাপ্ত হয়। সংস্থার পোষাকি নাম ভোদাফোন এসার হলেও দেশে এই সংস্থাটি ভোডাফোন নামেই পরিচিতি অর্জন করেছে। এই সংস্থা সারা ভারতে প্রিপেডপোস্টপেড জিএসএম সেলুলার ফোন কভারেজ প্রদান করত।

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.