ভোডাফোন ইন্ডিয়া
ভারতীয় টেলিযোগাযোগ সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভোডাফোন ইন্ডিয়া ছিল ভারতের একটি মোবাইল অপারেটর। ২৩টি টেলিকম বৃত্তে পরিষেবা দানকারী এই সংস্থার প্রধান কার্যালয় মুম্বই শহরে অবস্থিত ছিল।[2] ভোডাফোন এসারের মালিক ভোডাফোন গোষ্ঠী (৬৭%) ও এসার গোষ্ঠী (৩৩%)। রাজস্বের বিচারের ভারতী এয়ারটেলের পর ভারতে এই সংস্থার স্থান দ্বিতীয় এবং গ্রাহক সংখ্যার বিচারে তৃতীয়।[3] ২০০৯ সালের ৩১ জুনের হিসেব অনুযায়ী, ভোডাফোন ইন্ডিয়ার গ্রাহক বাজার শেয়ার ১৮.৮% ও রাজস্ব বাজার শেয়ার ২০.৭%।[4]
![]() | এই নিবন্ধটি উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে পরিচ্ছন্ন করা প্রয়োজন। মূল সমস্যা হল: রুক্ষ অনুবাদ হয়েছে। |
![]() | |
ধরন | লিমিটেড |
---|---|
শিল্প | মোবাইল টেলিযোগাযোগ |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৪ সালে হাচিনসন এসার নামে |
প্রতিষ্ঠাতা | Hutchison Whampoa Max Group |
বিলুপ্তিকাল | ৭ সেপ্টেম্বর ২০২০ |
সদরদপ্তর | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
পণ্যসমূহ | মোবাইল নেটওয়ার্ক, টেলিকম পরিষেবা, ইত্যাদি |
মালিক | ভোডাফোন গোষ্ঠী (৬৭%) এসার গোষ্ঠী (৩৩%) |
কর্মীসংখ্যা | ১০,০০০ – ৩১ মার্চ, ২০০৯[1] |
ওয়েবসাইট | www |
২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি রিলায়েন্স কমিউনিকেশন ও হিন্দুজা গোষ্ঠীকে পিছনে ফেলে ভোডাফোন ১১.১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হাচিনসন-এসারে লি কা সিঙের ৬৭% কর্তৃত্বভাগ কিনে নেয়। এসার গোষ্ঠীর হাতে রয়ে যায় মাত্র ৩৩% ভাগ। সমগ্র কোম্পানিটির মূল্য ছিল ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার।[5] ২০০৮ সালের ৮ মে হস্তান্তর সমাপ্ত হয়। সংস্থার পোষাকি নাম ভোদাফোন এসার হলেও দেশে এই সংস্থাটি ভোডাফোন নামেই পরিচিতি অর্জন করেছে। এই সংস্থা সারা ভারতে প্রিপেড ও পোস্টপেড জিএসএম সেলুলার ফোন কভারেজ প্রদান করত।
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.