ভূজ
ভারতের গুজরাট রাজ্যের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের গুজরাট রাজ্যের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভূজ হল ভারতের কচ্ছ জেলার একটি শহর। এটি গুজরাত রাজ্যে অবস্থিত। শহরটি ২০১১ সালের জনগণনায় গুজরাতের ২০তম বৃহত্তম শহর। শহরটি পাকিস্তান সীমান্ত থেকে কিছুটা দূরে অবস্থিত।
ভূজ ભુજ | |
---|---|
শহর/মহানগর | |
স্থানাঙ্ক: ২৩.২৫° উত্তর ৬৯.৬৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | গুজরাত |
জেলা | কচ্ছো |
পৌরসভা | ভূজ পৌরসভা |
প্রতিষ্ঠাতা | রাও হামিরজি |
সরকার | |
• ধরন | পৌরসংস্থা |
আয়তন | |
• শহর/মহানগর | ৫৬ বর্গকিমি (২২ বর্গমাইল) |
উচ্চতা | ১১০ মিটার (৩৬০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• শহর/মহানগর | ১,৮৪,৮৩৪ |
• জনঘনত্ব | ৩,৩০০/বর্গকিমি (৮,৫০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ২,৯৯,৮৯৩ |
ভাষা | |
• সরকারি | গুজরাতি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিআইএন | ৩৭০০০১ |
Telephone code | ২৮৩২ |
যানবাহন নিবন্ধন | জিজে-১২ |
Sex ratio | 0.97 ♀/♂ |
ওয়েবসাইট | www.gujarattourism.com |
source:Census of India[১] |
ভূজ শহরটি সমুদ্র সমতল থেকে ১১০ মিটার (৩৬০ ফু) উচুতে অবস্থিত। শহরটির পূর্ব দিকে একটি পাহাড় রয়েছে। পাহারটি ভূজিয়া পাহাড় নামে পরিচিত। এই পাহাড়ে একটি কেল্লা রয়েছে যেটি ভূজ ফোর্ট হিসাবে পরিচিত। পাহাড়টি ভূজ শহর ও মাধাপার শহরকে পৃথক করেছে। হামিরসর নামে একটি বড় হ্রদ রয়েছে এই অঞ্চলে এছাড়া এখানে অনেকগুলি ছোট হ্রদ রয়েছে।
২০১১ সালের জনগননায় ভূজ শহরের জনসংখ্যা হল ২,৯৯,৯৮৩।এর মধ্যে ১৫২২২২ জন পুরুষ ও ১৪৭৭৬১ জন মহিলা।.[১]
ভূজ (১৯৮১-২০১০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ৩৭.০ (৯৮.৬) |
৩৮.৯ (১০২.০) |
৪৩.৯ (১১১.০) |
৪৫.৬ (১১৪.১) |
৪৭.৮ (১১৮.০) |
৪৭.০ (১১৬.৬) |
৪১.৩ (১০৬.৩) |
৪১.২ (১০৬.২) |
৪২.৮ (১০৯.০) |
৪৪.০ (১১১.২) |
৩৯.৭ (১০৩.৫) |
৩৫.৪ (৯৫.৭) |
৪৭.৮ (১১৮.০) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৭.৪ (৮১.৩) |
৩০.৪ (৮৬.৭) |
৩৫.৪ (৯৫.৭) |
৩৮.৯ (১০২.০) |
৩৯.৪ (১০২.৯) |
৩৭.৬ (৯৯.৭) |
৩৪.২ (৯৩.৬) |
৩২.৭ (৯০.৯) |
৩৪.৯ (৯৪.৮) |
৩৬.৯ (৯৮.৪) |
৩৩.১ (৯১.৬) |
২৮.৭ (৮৩.৭) |
৩৪.১ (৯৩.৪) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১০.০ (৫০.০) |
১২.৮ (৫৫.০) |
১৮.১ (৬৪.৬) |
২২.৩ (৭২.১) |
২৫.৫ (৭৭.৯) |
২৭.২ (৮১.০) |
২৬.৪ (৭৯.৫) |
২৫.৩ (৭৭.৫) |
২৪.৩ (৭৫.৭) |
২১.৭ (৭১.১) |
১৬.০ (৬০.৮) |
১১.২ (৫২.২) |
২০.১ (৬৮.২) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −০.২ (৩১.৬) |
০.৩ (৩২.৫) |
৫.৫ (৪১.৯) |
১২.৭ (৫৪.৯) |
১৬.৬ (৬১.৯) |
১৬.১ (৬১.০) |
১৯.৪ (৬৬.৯) |
২০.০ (৬৮.০) |
১৭.৮ (৬৪.০) |
১১.১ (৫২.০) |
৬.০ (৪২.৮) |
০.৬ (৩৩.১) |
−০.২ (৩১.৬) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ১.৩ (০.০৫) |
০.৩ (০.০১) |
১.১ (০.০৪) |
০.২ (০.০১) |
১.৫ (০.০৬) |
৩৫.৬ (১.৪০) |
১৩০.৯ (৫.১৫) |
৯৯.৭ (৩.৯৩) |
৪৮.৬ (১.৯১) |
২.৩ (০.০৯) |
১.৮ (০.০৭) |
০.২ (০.০১) |
৩২৩.৩ (১২.৭৩) |
বৃষ্টিবহুল দিনগুলির গড় | ০.২ | ০.০ | ০.২ | ০.১ | ০.৩ | ১.৮ | ৫.০ | ৩.৮ | ২.২ | ০.৪ | ০.২ | ০.১ | ১৪.৩ |
উৎস: India Meteorological Department (record high and low up to 2010)[২][৩] |
ভূজে একটি রাজ্য সরকারের অধীনস্থ অল ইন্ডিয়া রেডিও স্টেশন রয়েছে। এই রেডিও স্টেশনে বিভিন্ন অনুষ্ঠান হয়।
আলফ্রেড হাই স্কুল হল ভূজের সবচেয়ে পুরোন উচ্চ বিদ্যালয়। এটি ১৮৭০ সাল থেকে চালু রয়েছে।[৪]
ভূজ শহরে রেল স্টেশন থেকে শহরটি মুম্বই, দিল্লি, আহমেদাবাদ, গান্ধীনগর প্রভৃতি শহরে যুক্ত রয়েছে। এই শহরের ভূজ বিমানবন্দর থেকে মুম্বাই বিমানবন্দরে বিমান চালনা করে এয়ার ইন্ডিয়া।
Train no. | Train Name | Runs From | Destination | Departure Days | Arrival Days |
---|---|---|---|---|---|
11091-11092 | Ahimsa Express | Bhuj | Pune | Wednesday | Tuesday |
14312-14311 via Ahmedabad & 14322-14321 via Bhildi | Ala Hazrat Express | Bhuj | Bareilly | Tuesday, Thursday & Sunday for 14312. Monday, Wednesday, Friday & Saturday for 14322 | Friday, Saturday, Monday for 14311. Tuesday, Wednesday, Thursday & Sunday for 14321 |
22829-22830 | Shalimar - Bhuj Weekly SF Express | Bhuj | Shalimar | Tuesday | Monday |
22904-22903 | Bandra Terminus Bhuj AC Superfast Express | Bhuj | Bandra | Monday, Thursday, Saturday | Thursday, Saturday, Monday |
12960-12959 | Bhuj Dadar Superfast Express | Bhuj | Dadar | Monday, Thursday | Wednesday, Saturday |
19132-19131 | Kutch Express | Bhuj | Bandra | Daily | Daily |
19116-19115 | Shayajinagari Express | Bhuj | Bandra | Daily | Daily |
এই শহরের বিমানবন্দর থেকে মুম্বাই বিমানবন্দরে বিমান চালনা করে এয়ার ইন্ডিয়া রিজনাল।
বিমানসংস্থা | Departs | Arrives |
---|---|---|
এয়ার ইন্ডিয়া রিজনাল | ভূজ | মুম্বই |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.