ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান রূপার বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রূপার (আইআইটি রূপার) ভারতের পাঞ্জাব রাজ্যের রূপনগরে অবস্থিত একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি দেশে কারিগরি শিক্ষার নাগাল প্রসারিত ও উন্নত করার জন্য দ্য ইনস্টিটিউট অব টেকনোলজি (সংশোধন) আইন, ২০১১[৩] এর অধীনে আটটি নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) মধ্যে একটি[৪] হিসাবে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (এমএইচআরডি) দ্বারা প্রতিষ্ঠিত হয়।

দ্রুত তথ্য নীতিবাক্য, বাংলায় নীতিবাক্য ...
ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান রূপার
Thumb
নীতিবাক্য
धियो यो नः प्रचोदयात् (সংস্কৃত)
বাংলায় নীতিবাক্য
সঠিক দিক নির্দেশনা
ধরনসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৮ (১৭ বছর আগে) (2008)
পরিচালকরাজীব আহুজা[১]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৭৬[২]
শিক্ষার্থী২,০৩৭[২]
স্নাতক৯৯৫[২]
স্নাতকোত্তর৪৬৮[২]
৫৭৪[২]
অবস্থান, ,
৩০°৫৮′১৩″ উত্তর ৭৬°২৮′০৯″ পূর্ব
শিক্ষাঙ্গনশহুরে
৫০১ একর (২.০৩ বর্গকিলোমিটার)
পোশাকের রঙ  হলুদ
  সবুজ
ওয়েবসাইটwww.iitrpr.ac.in
Thumb
বন্ধ

ইতিহাস

আইআইটি রূপার ২০০৮ সালে এমএইচআরডি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের পঠন-পাঠন আইআইটি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটি ২০০৯ সালের আগস্ট মাসে রূপনগরে নিজস্ব ট্রানজিট বিদ্যায়তন থেকে কার্যক্রম শুরু করে।[৫][৬]

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.