ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান রূপার বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রূপার (আইআইটি রূপার) ভারতের পাঞ্জাব রাজ্যের রূপনগরে অবস্থিত একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি দেশে কারিগরি শিক্ষার নাগাল প্রসারিত ও উন্নত করার জন্য দ্য ইনস্টিটিউট অব টেকনোলজি (সংশোধন) আইন, ২০১১[৩] এর অধীনে আটটি নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) মধ্যে একটি[৪] হিসাবে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (এমএইচআরডি) দ্বারা প্রতিষ্ঠিত হয়।
নীতিবাক্য | धियो यो नः प्रचोदयात् (সংস্কৃত) |
---|---|
বাংলায় নীতিবাক্য | সঠিক দিক নির্দেশনা |
ধরন | সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০৮ |
পরিচালক | রাজীব আহুজা[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৭৬[২] |
শিক্ষার্থী | ২,০৩৭[২] |
স্নাতক | ৯৯৫[২] |
স্নাতকোত্তর | ৪৬৮[২] |
৫৭৪[২] | |
অবস্থান | , , ৩০°৫৮′১৩″ উত্তর ৭৬°২৮′০৯″ পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ৫০১ একর (২.০৩ বর্গকিলোমিটার) |
পোশাকের রঙ | হলুদ সবুজ |
ওয়েবসাইট | www |
ইতিহাস
আইআইটি রূপার ২০০৮ সালে এমএইচআরডি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের পঠন-পাঠন আইআইটি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটি ২০০৯ সালের আগস্ট মাসে রূপনগরে নিজস্ব ট্রানজিট বিদ্যায়তন থেকে কার্যক্রম শুরু করে।[৫][৬]
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.