ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পালাক্কাডে বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি পালাক্কাডে (আইআইটি পালাক্কাডে বা আইআইটি পিকেডি) কেরল রাজ্যের পালাক্কাডে অবস্থিত একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান। এটি ভারতের ২০১৪ সালের কেন্দ্রীয় বাজেটে প্রস্তাবিত পাঁচটি নতুন আইআইটি-এর মধ্যে একটি।[২] বিদ্যায়তনটি ২০১৫ সালের ৩ই আগস্ট পালাক্কাডের অহলিয়া ইন্টিগ্রেটেড ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী বিদ্যায়তন ক্ষেত্রে উদ্বোধন করা হয়েছিল।[৩][৪] কাঞ্জিক্কোড়ের নীলা বিদ্যায়তনে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল।[৫]
ধরন | সরকারি প্রকৌশল বিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১৫ |
পরিচালক | পি.বি. সুনীল কুমার[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৯৪ |
শিক্ষার্থী | ৯৭৮ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | নীলা শিক্ষাঙ্গন: আইআইটি পালাক্কাডে, নীলা শিক্ষাঙ্গন, গ্রামলক্ষ্মী মুদ্রালয়মের নিকট, কাঞ্জিক্কোড়, কেরল ৬৭৮৬২৩ অস্থায়ী শিক্ষাঙ্গন: আহালিয়া সংহত শিক্ষাঙ্গন, কোজিপ্পাড়া, পালাক্কাডে, কেরালা ৬৭৮৫৫৭ |
ওয়েবসাইট | iitpkd |
ইতিহাস
পরামর্শদাতা পরিচালক হিসাবে আইআইটি মাদ্রাজের পরিচালক ড. ভাস্কর রামামূর্তির সঙ্গে আইআইটি পালাক্কাডে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইআইটি মাদ্রাজ সম্প্রতি অবসরপ্রাপ্ত, প্রাক্তন ডিন ও বিভিন্ন বিভাগের প্রধান সহ অভিজ্ঞ অধ্যাপকদের একটি ব্যাচকে স্থায়ী ও পরিদর্শক অধ্যাপক হিসাবে নতুন বিদ্যায়তনে নিযুক্ত করেছে।[৬] প্রফেসর-ইন-চার্জ ডক্টর পি বি সুনীল কুমার ২০১৭ সালের জানুয়ারি তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কর্তৃক পরিচালক হিসাবে নিযুক্ত হন।[৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.