ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পালাক্কাডে

ভারতীয় সরকারি প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পালাক্কাডেmap

ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পালাক্কাডে বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি পালাক্কাডে (আইআইটি পালাক্কাডে বা আইআইটি পিকেডি) কেরল রাজ্যের পালাক্কাডে অবস্থিত একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রকৌশলগবেষণা প্রতিষ্ঠান। এটি ভারতের ২০১৪ সালের কেন্দ্রীয় বাজেটে প্রস্তাবিত পাঁচটি নতুন আইআইটি-এর মধ্যে একটি।[২] বিদ্যায়তনটি ২০১৫ সালের ৩ই আগস্ট পালাক্কাডের অহলিয়া ইন্টিগ্রেটেড ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী বিদ্যায়তন ক্ষেত্রে উদ্বোধন করা হয়েছিল।[৩][৪] কাঞ্জিক্কোড়ের নীলা বিদ্যায়তনে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল।[৫]

দ্রুত তথ্য ধরন, স্থাপিত ...
ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পালাক্কাডে
Thumb
ধরনসরকারি প্রকৌশল বিদ্যালয়
স্থাপিত২০১৫ (৯ বছর আগে) (2015)
পরিচালকপি.বি. সুনীল কুমার[১]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৯৪
শিক্ষার্থী৯৭৮
অবস্থান, ,
শিক্ষাঙ্গননীলা শিক্ষাঙ্গন: আইআইটি পালাক্কাডে, নীলা শিক্ষাঙ্গন, গ্রামলক্ষ্মী মুদ্রালয়মের নিকট, কাঞ্জিক্কোড়, কেরল ৬৭৮৬২৩
অস্থায়ী শিক্ষাঙ্গন: আহালিয়া সংহত শিক্ষাঙ্গন, কোজিপ্পাড়া, পালাক্কাডে, কেরালা ৬৭৮৫৫৭
ওয়েবসাইটiitpkd.ac.in
Thumb
বন্ধ

ইতিহাস

পরামর্শদাতা পরিচালক হিসাবে আইআইটি মাদ্রাজের পরিচালক ড. ভাস্কর রামামূর্তির সঙ্গে আইআইটি পালাক্কাডে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইআইটি মাদ্রাজ সম্প্রতি অবসরপ্রাপ্ত, প্রাক্তন ডিন ও বিভিন্ন বিভাগের প্রধান সহ অভিজ্ঞ অধ্যাপকদের একটি ব্যাচকে স্থায়ী ও পরিদর্শক অধ্যাপক হিসাবে নতুন বিদ্যায়তনে নিযুক্ত করেছে।[৬] প্রফেসর-ইন-চার্জ ডক্টর পি বি সুনীল কুমার ২০১৭ সালের জানুয়ারি তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কর্তৃক পরিচালক হিসাবে নিযুক্ত হন।[৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.