ভাদেশ্বর ইউনিয়ন, গোলাপগঞ্জ

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ভাদেশ্বর ইউনিয়ন, গোলাপগঞ্জmap

ভাদেশ্বর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২][৩]

দ্রুত তথ্য ভাদেশ্বর, ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ। ...
ভাদেশ্বর
ইউনিয়ন
৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ।
Thumb
ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ ভবন।
ডাকনাম: ভাদেশর
Thumb
ভাদেশ্বর
Thumb
ভাদেশ্বর
বাংলাদেশে ভাদেশ্বর ইউনিয়ন, গোলাপগঞ্জের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৫′১৫.৯৯৮″ উত্তর ৯২°১′১৪.০০২″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোলাপগঞ্জ উপজেলা 
আয়তন
  মোট৩,২৯০ হেক্টর (৮,১৩১ একর)
জনসংখ্যা
  মোট৩৬,২৭২
  জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোটশিক্ষার হার: ৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৮ ১৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
বন্ধ
Thumb
মানচিত্র

ইতিহাস

ঐতিহ্যবাহী ভাদেশ্বর একটি অতি প্রাচীন ইউনিয়ন। একটি জনবহুল ইউনিয়ন। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২]

অবস্থান

পূর্বে কুশিয়ারা নদী, পশ্চিমে ঘিলাছড়া ও মোগলা বাজার ইউনিয়ন,উত্তরে লক্ষণাবন্দঢাকাদক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে কুশিয়ারা নদীশরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ।[১][২]

গ্রাম সমূহ

মৌজার সংখ্যা: ১২ টি, ওয়ার্ডের সংখ্যা: ০৯ টি, গ্রামের সংখ্যা: ৩৩ টি গ্রাম সমূহঃ নালিউরি, নুরপুর, তেরাপুর, কৃঞ্চপুর, উজান মেহরপুর, পূর্বভাগ ফতেহখানি, পূর্বভাগ রাজাপুর, ছিলিমখানি, পূর্বভাগ ফকিরটুল, পূর্বভাগ নওয়াপাড়া, কলাশহর, মাইজ ভাগ, ছিলিমপুর, দক্ষিণভাগ, দরগা দাইড়, শেখপাড়া, পশ্চিমভাগ, দখারপাড়া, মোড়ারকিয়ার, তেরাগুলি, দক্ষিণ গাও, উত্তর গাও, খমিয়া পাত্তন, মাসুরা(বড়বাড়ি), শিতেশ্বর, শেখপুর, গোটারগাও, গোয়াসপুর, নিয়াগুল, কাটাখালের পার, কুলিয়া, হাওরতলা, ফতেহপুর।[১]

জনসংখ্যা

মোট ৫০,০০০ জন, (পুরুষ ২৪,৮০০ জন, নারী ২৫, ২০০ জন)ভোটার সংখ্যা ৩০,৪২৯ জন, পুরুষ ১৬৭২১ জন, মহিলা ১০৭০৮ জন।[১][২]

আয়তন

৩৩ বর্গকিলোমিটার। গোলাপগঞ্জ উপজেলা হতে দুরত্ত ১২ কি.মি.। [১][২]

শিক্ষা

সাক্ষরতার হারঃ- ৭৫%[১]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান :-[১]

  1. ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজ।
  2. ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ।
  3. সুন্দ্রাটিকি আনওয়ারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা
  4. ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
  5. ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রী) মাদ্‌রাসা।
  6. মকবুল আহমদ আইডিয়াল একাডেমী[৪]
  7. ভাদেশ্বর কলেজ।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:

দর্শনীয় স্থান

  • কুড়া নদীর উপর ব্রীজ[১][২]
Thumb
কুড়া ব্রীজ

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.