ভবানীপুর বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভবানীপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
ভবানীপুর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কলকাতা | |
স্থানাঙ্ক: ২২°৩১′৪৮″ উত্তর ৮৮°২০′৩৫″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কলকাতা |
কেন্দ্র নং. | ১৫৯ |
লোকসভা কেন্দ্র | ২৩. কলকাতা দক্ষিণ |
এলাকা
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৫৯ নং ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি নিম্নলিখিত ওয়ার্ডগুলি দ্বারা গঠিত হয়। এই বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড নং ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২।[১] ভবানীপুর (বিধানসভা কেন্দ্র) ২৩নং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র-এর অংশ।[১]
বিধানসভার সদস্য
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | পার্টি |
---|---|---|---|
১৯৫১ | ভবানীপুর | মিরা দত্ত গুপ্ত | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
কালীঘাট | মনিকুন্তলা সেন | ভারতের কমিউনিস্ট পার্টি[২] | |
১৯৫৭ | ভবানীপুর | সিদ্ধার্থ শংকর রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস [৩] |
কালীঘাট | মনিকুন্তলা সেন | ভারতের কমিউনিস্ট পার্টি[৩] | |
১৯৬২ | ভবানীপুর | সিদ্ধার্থ শংকর রায় | নির্দল[৪] |
কালীঘাট | বেভা মিত্র | ভারতীয় জাতীয় কংগ্রেস [৪] | |
১৯৬৭ | বেভা মিত্র | ভারতীয় জাতীয় কংগ্রেস [৫] | |
১৯৬৯ | সাধন গুপ্ত | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[৬] | |
১৯৭১ | রথীন তালুকদার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৭] | |
১৯৭২ | রথীন তালুকদার | ভারতীয় জাতীয় কংগ্রেস [৮] | |
২০১১ | ভবানীপুর | সুব্রত বক্সী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
২০১১ উপ-নির্বাচন | মমতা বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
২০১৬ | মমতা বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
২০২১ | শোভন চট্টোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
২০২১ উপ-নির্বাচন | মমতা বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনী ফলাফল
সারাংশ
প্রসঙ্গ
২০২১ উপ-নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | মমতা বন্দ্যোপাধ্যায় | ৮৫,২৬৩ | ৭১.৯০ | +১৪.১৯ | |
বিজেপি | প্রিয়াঙ্কা টিব্রেওয়াল | ২৬,৪২৮ | ২২.২৯ | -১২.৮৭ | |
সিপিআই(এম) | শ্রীজীব বিশ্বাস | ৪,২২৬ | ৩.৫৬ | ||
নির্দল | নোটা | ১,৪৫৩ | ১.২৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৮,৮৩৫ | ৪৯.৬১ | |||
ভোটার উপস্থিতি | ১,১৮,৬১৪ | ৫৭.৪৩ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | +১৪.১৯ |
২০২১
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | শোভন দেব চট্টোপাধ্যায় | ৭৩,৫০৫ | ৫৭.৭১ | +১০.০৪ | |
বিজেপি | রুদ্রনীল ঘোষ | ৪৪,৭৮৬ | ৩৫.১৬ | +১৬.০৩ | |
কংগ্রেস | মহম্মদ সাদাব হোসেন | ৫,২১১ | ৪.০৯ | -২৫.১৭ | |
উপরের কেউ না | ১,৫৭০ | ১.২৩ | -০.৫৬ | ||
বিএসপি | অনিতা রাজওয়ার | ৫৬৪ | ০.৪৪ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৭১৯ | ২২.৫৫ | |||
ভোটার উপস্থিতি | ১,২৭,৫৩৬ | ৬১.৭৯ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০১৬
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | মমতা বন্দ্যোপাধ্যায় | ৬৫,৫২০ | ৪৭.৬৭ | -২৯.৭৯ | |
কংগ্রেস | দীপা দাসমুন্সী | ৪০,২১৯ | ২৯.২৬ | +২৯.২৬ | |
বিজেপি | চন্দ্র কুমার বোস | ২৬,২৯৯ | ১৯.১৩ | +১৯.১৩ | |
বিএসপি | নির্মল কান্তি সমাদ্দার | ৬৬৯ | ০.৪৯ | +০.৪৯ | |
নির্দল | পিঙ্কি তেওয়ারি | ৬০৪ | ০.৪৪ | +০.৪৪ | |
অন্যান্য | অন্যান্য | ২,৪৬১ | ১.৭৯ | +১.৭৯ | |
জয়ের ব্যবধান | ২৫,৩০১ | ১৮.৪১ | -৩৮.৬৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৭,৪৫৫ | ৬৬.৮২ | +২২.১০ | ||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -২৯.৮০ |
ভবানীপুর ১৯৫১ - ১৯৬২
১৯৫১ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভবানীপুরের একটি বিধানসভা আসন ছিল। বেশিরভাগ বছরে প্রতিযোগিতার সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু বেশিরভাগই বিজয়ী এবং রানার্সকে উল্লেখ করা হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস মিরা দত্ত গুপ্ত, নির্দল দেবনাথ দাস, বিপ্লবী সমাজতান্ত্রিক দলের সোমেন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্যদের পরাজিত করেন।[২] ১৯৫৭ সালে,ভারতীয় জাতীয় কংগ্রেসের সিদ্ধার্থ শংকর রায় প্রজা সোশালিস্ট পার্টির সৈলা সেনকে পরাজিত করেন।[৩] ১৯৬২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রীতিন রায় চৌধুরী পরাজিত করে ভারতীয় জাতীয় কংগ্রেস।[৪]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.